Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা পোশাকেও ম্যাকেঞ্জিকে চায় বিসিবি


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৮

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান নেইল ম্যাকেঞ্জি। যোগদানের পর থেকে আজ অব্দি শুধুই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের ব্যাটিং খুঁটিনাটি দেখিয়ে দিয়েছেন। রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকেও নাকি সাকিব, তামিমদের ব্যাটিং মেন্টর হিসেবে তাকেই পেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।

তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবি আশা করছে সাদা পোশাকের ব্যাটিং পরার্শক হিসেবেও তাকে পাওয়া যাবে। আর না পাওয়া গেলে অন্য কাউকে খুঁজে নেবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এ তথ্য দিলেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানালেন, ‘আমরা চাচ্ছি, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আমরা আশা করছি যে ম্যাকেঞ্জি হয়তো হবে। যদি না হয় তাহলে আমরা অন্য কাউকে খুঁজে নেব।’

বিসিবি ব্যাটিং মেন্টর ম্যাকেঞ্জি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর