Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম হয়ে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৯

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯-এ পঞ্চম হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে এই প্রথমবার আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে হকির মেয়েরা অংশ নিয়েছিল।

নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-২ গোলে হেরে মিশন শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

সেংক্যাং স্টেডিয়ামে ৫ মিনিটেই চ্যাং লি সিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তাইপে। তবে ১১ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে সমতায় ফেরে বাংলাদেশ। ২১ মিনিটে কু টিং ইউর ফিল্ড গোলে আবারও পিছিয়ে পড়ে লাল সবুজের মেয়েরা। ২৯ মিনিটে ফিল্ড গোলে চাং লি সিন ব্যাবধান করেন ৩-১। ৩১ মিনিটে কু চেন ইর পেনাল্টি স্ট্রোকে ব্যবধান হয় ৪-১।

তবে ৩২ মিনিটে জুরাইয়া ফেরদৌস জয়িতার পেনাল্টি কর্ণারে আরো এক গোল শোধ দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-২-এর হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই মাচের পর এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরামকে বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে স্মারক উপহার দেন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। স্মারক উপহার দেয়া হয় প্রতিপক্ষ চাইনিজ তাইপেকেও।

১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা পৌঁছাবে বাংলাদেশ নারী হকি দল।

এএইচএফ কাপ বাংলাদেশ হকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর