আফগান পরীক্ষার সামনে আবারও বাংলাদেশ
১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৭
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আরও তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে ২০ ওভারের ম্যাচে মাঠে নেমেছিল আফগানরা। তিনটিতেই জিতেছিল যুদ্ধ-বিদ্ধস্ত দেশটি। তাতে টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দলের চার দেখায় তিনটিতেই আফগানদের জয়। তাও আবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com
চট্টগ্রাম টেস্টে আফগানদের কাছে লজ্জাজনক পরাজয়ের পর আরেকবার সেই দলটিকেই পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। যদিও ফরম্যাট ভিন্ন কিন্তু তাতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। টি-টোয়েন্টির র্যাংকিংয়ে আফগানরা সাত নম্বরে আর বাংলাদেশ দশ নম্বরে।
দুই দলের আগের চার ম্যাচের ফলাফল:
*** টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪, মিরপুর
আফগানিস্তান ৭২/১০ (১৭.১ ওভার) গুলবাদিন নাইব ২১, সাকিব ৩.১-০-৮-৩
বাংলাদেশ ৭৩/১ (১২ ওভার) এনামুল হক বিজয় ৪৪*, সামিউল্লাহ শিনওয়ারি ৩-০-১৪-১
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী, ম্যাচ সেরা সাকিব
*** তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ, দেহদারুন
আফগানিস্তান ১৬৭/৮ (২০ ওভার) মোহাম্মদ শাহজাদ ৪০, মাহমুদউল্লাহ ১-০-১-২
বাংলাদেশ ১২২/১০ (১৯ ওভার) লিটন দাস ৩০, রশিদ খান ৩-০-১৩-৩
ফল: আফগানিস্তান ৪৫ রানে জয়ী, ম্যাচ সেরা রশিদ খান
*** তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ, দেহদারুন
বাংলাদেশ ১৩৪/৮ (২০ ওভার) তামিম ইকবাল ৪৩, রশিদ খান ৪-০-১২-৪
আফগানিস্তান ১৩৫/৪ (১৮.৫ ওভার) সামিউল্লাহ শিনওয়ারি ৪৯, মোসাদ্দেক হোসেন ৩-০-২১-২
ফল: আফগানিস্তান ৬ উইকেটে জয়ী, ম্যাচ সেরা রশিদ খান
*** তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ, দেহদারুন
আফগানিস্তান ১৪৫/৬ (২০ ওভার) সামিউল্লাহ শিনওয়ারি ৩৩*, নাজমুল ইসলাম ৪-০-১৮-২
বাংলাদেশ ১৪৪/৬ (২০ ওভার) মুশফিকুর রহিম ৪৬, রশিদ খান ৪-০-২৪-১
ফল: আফগানিস্তান ১ রানে জয়ী, ম্যাচ সেরা মুশফিকুর রহিম
আফগানিস্তান গাজী টিভি টপ নিউজ ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ র্যাবিটহোল