Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ লিগে জিতলো যারা


১৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৯

চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম আর লিভারপুল। আতিথ্য নিয়ে বড় জয় পেয়েছে চেলসি, তিন তরুণের গোলে জয় পায় তারা। আর ঘরের মাঠে বড় ব্যবধানের জয় তুলে নেয় টটেনহ্যাম। ওদিকে ঘরের মাঠে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে নিউ ক্যাসেলকে আর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড।

ওলভারহ্যাম্পটনের মাঠে আতিথ্য নিয়ে ৫-২ গোলে জিতেছে চেলসি। ব্লুজদের হয়ে হ্যাটট্রিক করেন ২১ বছর বয়সী তরুণ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম। ম্যাচের ৩৪, ৪১ আর ৫৫ মিনিটের মাথায় তিনটি গোল করেন এই ইংলিশ তারকা। কানাডার ২১ বছর বয়সী আরেক তরুণ ডিফেন্ডার ফিকায়ো মোরি ম্যাচের ৩১ মিনিটে চেলসিকে লিড পাইয়ে দেন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মন্ট।

বিজ্ঞাপন

ম্যাচের ৬৯ মিনিটেও বল জালে জড়িয়েছেন আব্রাহাম। তবে, সেটা নিজেদের জালে। ওলভারহ্যাম্পটনের একমাত্র গোলদাতা কাউত্রোন।

এদিকে, নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে স্কোর করেন রাশফোর্ড।

ওদিকে, ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। কোরিয়ান তারকা সন হেং মিন ১০ ও ২৩ মিনিটের মাথায় দুটি গোল করেন। মাঝে ২১ মিনিটের মাথায় ক্রিস্টালের ভ্যান আনহল্টের আত্মঘাতী গোল আর ৪২ মিনিটের মাথায় এরিক লামেলার গোলে ৪-০ স্কোর নিয়ে মাঠ ছাড়ে টটেনম্যান। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিজ্ঞাপন

লিভারপুল নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিছিয়ে পড়লেও সাদিও মানের জোড়া গোলে রক্ষা পায়। দলের তৃতীয় গোলটি করেন মিশরীয় কিং মোহামেদ সালাহ।

ইউনাইটেড ইংলিশ লিগ চেলসি টটেনহ্যাম লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর