ব্ল্যাক আউট শের-ই-বাংলা
১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২০
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ম্যাচেই কিম্ভুৎকিমাকার দৃশ্যের অবতারণা হলো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে বিদ্যুৎ চলে গেল। প্রায় ৭-৮ মিনিট পর বিদ্যুৎ সংযোগ আসলে আবারো বল মাঠে গড়ায়।
স্টেডিয়ামের মোট ৬টি ফ্ল্যাড লাইটের একটিও জ্বলেনি। এভাবে ছিল প্রায় ৭ মিনিটেরও বেশি সময়। অন্ধকারে নিমজ্জিত ছিল পুরো স্টেডিয়াম। শুধু স্টেডিয়ামই কেন? প্রেস বক্স, কমেন্ট্রি বক্সও অন্ধকারে নিমজ্জিত ছিল। যদিও প্রেস বক্স ও কম বক্সে মিনিট চারেক বাদেই বিদ্যুৎ এসেছে। কিন্তু ভেন্যু ছিল নিকষ আঁধারে ঢাকা।
ম্যাচের ১৮তম ওভারে বোলিংয়ে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। বল ডেলিভারি দেওয়ার সময় হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে খেলা বন্ধ হয়ে যায়।
এতে করে প্রশ্নবিদ্ধ হয়েছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ব্যবস্থাপনা।
নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ১৪৪ রান।