Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা


১২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৫

এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯-এ নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারনোর সুখস্মৃতি নিয়ে সেংক্যাং হকি স্টেডিয়ামের ১ নম্বর মাঠে নামা বাংলাদেশের মেয়েরা হংকং-এর বিপক্ষে দারুণ শুরু করলেও জয় পায়নি।

প্রথম কোয়ার্টারে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় কোয়ার্টারে বল নিয়ন্ত্রণে এগিয়ে যায় হংকং। ২৭ মিনিটে সো মেই কেই-এর ফিল্ড গোলে লিড নেয় দলটি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার প্রানান্ত চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে দুটি পেনাল্টি কর্ণার পেলেও তা নষ্ট হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

বিজ্ঞাপন

এই ম্যাচে দলের খেলোয়াড়দের সাথে দেখা করেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

দলের সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব জানান, অভিজ্ঞতার কারণেই ম্যাচটি হারতে হয়েছে। বল কন্ট্রোলিং এবং পাসিংয়ে অনেক এগিয়ে ছিল হংকং।

বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত জানান, দলের মিডফিল্ড এবং আক্রমণভাগকে আরো সতর্ক থাকতে হবে। সুযোগগুলো কাজ লাগাতে পারলে মাচের ফল অন্যরকম হতে পারতো।

আগামী ১৩ সেপ্টেম্বর কোনো ম্যাচ নেই। ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর সময় বিকেল সাড়ে ৪ টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিট) নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এএইচএফ কাপ বাংলাদেশ হকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর