Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রফি তুমি কার?


১২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৩

বৃহস্পতিবার শেষ বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে একে একে হাজির হলেন সাকিব আল হাসান, রশিদ খান ও হ্যামিল্টন মাসাকাদজা। তিনজনের লক্ষ্যই অভিন্ন, ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন। আনুষ্ঠানিকতার কথা ছিল বিকেল সাড়ে ৫টায়। নির্ধারিত সময়ে ডায়াসে এসে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া তিন জাতির এই টুর্নামেন্টের তিন দল; বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অধিনায়করা ট্রফিটি উন্মোচন করলেন।

বিজ্ঞাপন

আলোকচিত্রীদের ক্যামেরার আলো ও ক্লিক ক্লিক শব্দে ভেসে গেল গোটা সম্মেলন কক্ষ। কখনো তিন অধিনায়ক একসঙ্গে, কখনোবা এক এক করে ট্রফি হাতে আলোকচিত্রীদের ফ্রেমবন্দি হলেন সাকিব, রশিদ ও মাসাকাদজা।

রশিদ খান মাত্রই একটি ট্রফি জিতে এসেছেন। চট্টগ্রামে বাংলাদেশের সঙ্গে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে স্বাগতিকদের ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের বাধভাঙা উল্লাস করেছেন। সাদা পোশাকে সদ্যই জন্ম নেওয়া দলটি ম্যাচের পুরো পাঁচ দিন যে দাপট দেখিয়েছে সেটা ত্রিদেশীয় সিরিজেও ধরে রাখতে পারলে এই ট্রফিটি ঘরে তোলাও তাদের জন্য কঠিন হবে না।

বাংলাদেশও ঘরের মাঠে ট্রফি হাতছাড়া করতে চাইবে না। ঘরের মাঠে বরাবরই দুর্বার টাইগাররা আফগানদের কাছে টেস্টে হেরে দলের ভাবমূর্তিতে যে ক্ষতের সৃষ্টি করেছে সেখানে প্রলেপ দিতে এই ট্রফিটাই হতে পারে মোক্ষম মলম।

আর মাসাকাদজা তো হুঙ্কার দিয়েই রেখেছেন, ঘরের মাঠে বাংলাদেশ যত অপ্রতিরোধ্যই হোক না কেন, আফগানরা যত স্পিন যাদুই চালাক না কেন, চেনা বাংলাদেশে অতীতে জয়ের ধারাবাহিকতা আসন্ন এই সিরিজেও তারা ধরে রাখবেন।

কাজেই ‘ট্রফি তুমি কার?’ প্রশ্নটির উদ্রেক হওয়া নিশ্চয়ই অমূলক নয়।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com

বিজ্ঞাপন

ট্রফি ত্রিদেশীয় সিরিজ রশিদ খান র‌্যাবিটহোল সাকিব হ্যামিল্টন মাসাকাদজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর