Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১শ টাকায় দেখা যাবে ত্রিদেশীয় সিরিজ


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৯

লাল সবুজের ক্রিকেটপ্রেমীরা মাত্র ১শ টাকার বিনিময়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজটি মাঠে বসে দেখতে পারবেন। ১৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় তিন জাতির টুর্নামেন্টে এটিই টিকিটের সর্বনিম্ন মূল্য। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

তাদের দেওয়া তথ্যানুযায়ী টুর্নামেন্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের সর্বোচ্চ মূল্য ধারণ করা হয়েছে হসপিটালিটি বক্সের। এই বক্সে বসে ম্যাচের উত্তাপ নিতে একজন দর্শককে খরচ করতে হবে ২ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার টাকা ধার্য্য করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ৫শ, শহীদ জুয়েল ও মোস্তাক গ্যালারি ৩শ, উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারি ১৫০ এবং পূর্ব দিকের গ্যালারির টিকিটের মূল্য ১শ টাকা।

টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)থেকে। মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলবে ম্যাচের টিকিট।

ত্রিদেশীয় সিরিজের সূচি:

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৪ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

বিজ্ঞাপন

২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২৪ সেপ্টেম্বর: ফাইনাল (টি-টোয়েন্টি সিরিজ)

টিকিট ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর