ম্যাচ শেষে যা বললেন সাকিব
৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৫
টেস্ট ক্রিকেটে প্রায় ২০ বছরের বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে দিয়েছে মাত্রই তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান। স্বাগতিকদের ২০ উইকেটের ১৯টিই নিয়েছেন আফগান স্পিনাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব জানালেন, নিজেদের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি আফগানদের বোলিং এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সাকিব জানালেন, ‘আমি মনে করি আমাদের ব্যাটিং আর আফগানিস্তানের বোলিং এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রমের ব্যতিক্রম নেই। ধারাবাহিক হতে আমাদের সেটাই প্রয়োজন। প্রায় ২০ বছর টেস্ট খেলার পর আমরা বলতে পারি না যে আমরা উন্নতির ধাপে আছি। আমরা যদিও অনেকদিন পর টেস্ট খেলেছি, তারপরও আফগানদের প্রসংশা করতেই হবে। আমাদের যত দ্রুত সম্ভব এই ম্যাচের কথা ভুলে যেতে হবে।’
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। কদিন পরই টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। দলপতি সাকিব চাইছেন সেদিকেই মনোযোগ দিতে, ‘এই টেস্ট ম্যাচকে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, টি-টোয়েন্টির দিকে ফোকাস রাখতে হবে। এই ফরম্যাটে আফগানরা খুব ভালো দল। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর, আমাদের সেদিকেই নজরটা রাখতে হবে।’
এ সময় সাকিব আরও জানান, ‘বাংলাদেশকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই দিতে চাই। আর যদি নেতৃত্ব দিতে না হয় তাহলে সেটা আমার ক্যারিয়ারের জন্যই ভালো।’