Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএফসি চ্যালেঞ্জে বাদ পড়লো সাফের ১১ ফুটবলার


৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৫

ঢাকা: আজ থেকে আটদিন পরেই এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাতারের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ দল। গত মাসে অনূর্ধ্ব-১৫ সাফে অংশ নেয়া লাল-সবুজ স্কোয়াড থেকে কাতারগামী এ দলে বাদ পড়েছেন ১১ ফুটবলার। এএফসিকে সামনে রেখে গঠন করা এই দলে পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় বাদ দেয়া ও অন্তর্ভুক্তি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফ ও এএফসি কাপকে কেন্দ্র করে বাফুফে একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১১ ফুটবলারকে ছুটিতে পাঠিয়ে দেয়ার পরপরই গুঞ্জন চলছে- বয়স লুকিয়ে সাফে খেলানো হয়েছে ফুটবলারদের। তবে দেশের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক বলছে- বয়স নয় বরং সাফের পারফরম্যান্সের ভিত্তিকে বাদ দেয়া হয়েছে এই ১১ ফুটবলারকে।

বিজ্ঞাপন

অবশ্য এক সংবাদমাধ্যমকে দেয়া বাদ পড়া এক ফুটবলারের মতে, ‘আমাদের ১১ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন স্যাররা। বলা হয়েছে, এমআরআই টেস্টে আমাদের বয়স ১৬–এর বেশি এসেছে। তাই আমরা এএফসির টুর্নামেন্ট খেলতে পারব না।’

সাফে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই ১১ ফুটবলার হলেন- রাকিবুল ইসলাম, মুন্না আহমেদ, শুভ সরকার, সাব্বির গাজি, গোলাম রাব্বি, জয়ন্ত লাল, শাহিন মোল্লা, রাব্বি হোসেন, বাদশা মিয়া, আরিফুর রহমান রাজু ও আল আমিন রহমান।

সাফে প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ম্যাচগুলোতে ভাল পারফরম্যান্স করা রাকিব-আল আমিনরা বাদ পড়েছেন এএফসির স্কোয়াডে। তবে এতে বয়স চুরির কোনও বিষয় নেই বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘এই দল গঠন করা হয়েছে ভালো পারফরম্যান্সের ভিত্তিতে। সাফে যারা ভালো করেছে তারাই সুযোগ পেয়েছে এ দলে। এছাড়া গত সাফের চার-পাঁচ ফুটবলার এই স্কোয়াডে ঢুকেছে। ভালো দল সাজাতে তাদের বাদ দিতে হয়েছে।’

বিজ্ঞাপন

ভারতের মাটিতে ভালো পারফরম্যান্স করা কিছু ভালো ফুটবলারও বাদ পড়েছেন প্রশ্নে গতবছরের সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ও ভারতে যাওয়া সম্প্রতি সাফ দলের সঙ্গে থাকা দেশের সাবেক ফুটবলার অমিত খান শুভ্র জানান, ‘নেপাল ও ভারতের সঙ্গে বাংলাদেশ মূল লড়াইটা করেছে। এই দুই ম্যাচে তাদের কাছ থেকে আশানুরূপ ফল পাওয়া যায়নি। গোলরক্ষক থেকে শুরু করে যারা খারাপ করেছে তারাই বাদ পড়েছে।’

এদিকে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ‘আসলে সাফের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে বয়স নির্ধারণের প্রযুক্তি এমআরআই করা হয় না। এই প্রযুক্তিতে এই বয়স দেখা হয় না। পরের বছর থেকে আরও সচেতন হবে সাফ কর্তৃপক্ষ।’

এএফসির এই টুর্নামেন্ট খেলতে আগামী ১৬ সেপ্টেম্বরেই ঢাকা ত্যাগ করবে দেশের যুব দল। আয়োজক কাতার দিয়ে শুরু হবে মিশন। ১৮ তারিখ প্রথম ম্যাচ। ২০ তারিখ ভুটান ও ২২ তারিখ ইয়েমেনের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ।

ইয়েমেন এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ কাতার বাংলাদেশ ভুটান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর