Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগার যুবাদের টানা দ্বিতীয় জয়


৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চলমান আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের অষ্টম ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। দুই ম্যাচের দুটিতেই জিতে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪, গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে, এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজরা।

শ্রীলঙ্কায় বসা এবারের আসরে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। রোববার (৮ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে আগে ব্যাট করতে নেমে নেপাল ৮ উইকেট হারিয়ে তোলে ২৬১ রান। জবাবে, ৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে আকবর আলির দলটি।

বিজ্ঞাপন

নেপালের ওপেনার পবন শরাফ ইনিংস সর্বোচ্চ ৮১ রান করেন। ৫৬ রান করেন সন্দীপ ঝোরা। এছাড়া, ৩২ রান করেন আরেক ওপেনার রিত গৌতম। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব আর শাহিন আলম। একটি করে উইকেট পান মৃত্যুঞ্জয় চৌধুরি, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান এবং তৌহিদ হৃদয়।

২৬২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার তাসজিদ হাসান (৯) এবং অনীক সরকার (৫) দ্রুত বিদায় নেন। তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয় ৫৬ বলে তিনটি বাউন্ডারিতে করেন ৪০ রান। সহ-অধিনায়ক তৌহিদ হৃদয় ৮৮ বলে তিনটি বাউন্ডারিতে করেন ৬০ রান।

দলীয় ১৩২ রানে চার উইকেট হারালেও পরের পথটুকু পাড়ি দেন দলপতি আকবর আলি এবং শামিম হোসেন। এই অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৩০ রান। দলপতি আকবর আলি ৮২ বলে ১৪টি চারের সাহায্যে করেন অপরাজিত ৯৮ রান। আর শামিম হোসেন ৪৫ বলে চারটি চারের সাহায্যে করেন অপরাজিত ৪২ রান।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ টাইগার যুবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর