Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাধায় চট্টগ্রাম টেস্ট, বিলম্বিত চতুর্থ দিনের খেলা


৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫১

চট্টগ্রাম থেকে: চতুর্থ দিনে এসে বৃষ্টি বাধায় পড়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের এক মাত্র টেস্ট ম্যাচটি। ফলে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) শেষ বিকেলে বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করার কারণে আজ তা মাঠে গড়ানোর কথা ছিল সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি।

বিজ্ঞাপন

চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে। যা একটানা ঝরে যাচ্ছে। তবে ভারী নয়। কখনো হালকা কখনো গুঁড়ি গুঁড়ি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির এমন ধারা অব্যাহত থাকবে পঞ্চম দিন পর্যন্ত। এতে করে ম্যাচটি ড্র হওয়ার উপক্রম হয়েছে। কেননা বৃষ্টি যদি আজ সারাদিনেও না থামে তাহলে আগামি কাল দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও চলতে থাকলে ম্যাচটি ‘কলড অফ’ ঘোষণা করা হবে।

তৃতীয় দিন শেষে আফগানিস্তান ৩৭৪ রানে এগিয়ে আছে। এর আগে প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করতে নেমে রহমত শাহর শতকে ৩৪২ রান তোলে আফগানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রশিদ খানের পাঁচ উইকেটে মাত্র ২০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের ৮৭ রানের ওপর ভর করে আফগানরা তৃতীয় শেষ করে ২৩৭ রানে।

ছবি: শ্যামল নন্দী

চট্টগ্রাম টেস্ট চতুর্থ দিন বাংলাদেশ-আফগানিস্তান বৃষ্টির কারণে বিলম্বিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর