Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদো ফেরায় জয়ে ফিরেছে পর্তুগাল


৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৯

ইউরো ২০২০ বাছাইপর্বে গ্রুপ ‘বি’তে পর্তুগালের সাথে আরও আছে ইউক্রেন, লুক্সেমবার্গ, সার্বিয়া এবং লিথুনিয়া। বাছাইপর্বে এর আগে দুই ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি পর্তুগাল। তবে সার্বিয়ার বিপক্ষে রোনালদোর ফেরার ম্যাচে ঠিকই ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা।

সার্বিয়ার স্টাডিওন রাহকো মিতিচে মুখোমুখি হয় দুই দল। আর রোনালদোর ফেরার ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সফরকারী হয়েও সার্বিয়াকে এক প্রকার পাত্তা না দিয়ে খেলতে থাকে পর্তুগিজরা। প্রথমার্ধে শেষদিকে ৪২ মিনিটে উইলিয়াম কার্ভাহলো গোল করে এগিয়ে দেন পর্তুগালকে।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পর্তুগাল। আর তাই তো ৫৮ মিনিটে লিড দ্বিগুণ করেন গঞ্চালো গুইদেস। ব্রুনো ফার্নান্দেজের এসিস্ট থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি গুইদেস। তবে এবার পালা সার্বিয়ার, নিকোলা মিলাঙ্কোভিচের গোলে ব্যবধান ২-১ করে সার্বিয়ানরা। ম্যাচের ৬৮ মিনিটে ডুসান ট্যাডিচের এসিস্ট থেকে গোল করেন তিনি।

এর ঠিক মিনিট ১২ পরে বার্নার্দো সিলভার দারুণ এক পাস থেকে ম্যাচে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর গোলের ঠিক পাঁচ মিনিট পর ৮৫ মিনিটে আলেকক্সান্ডার মিট্রোভিচ গোল করে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ডুসান ট্যাডিচের দ্বিতীয় এসিস্টে গোল করেন মিট্রোভিচ।

তবে বার্নার্দো সিলভা এক মিনিট পর ৮৬ মিনিটে গোল করে সার্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। সিলভার গোলের যোগানদাতা ছিলেন রাফায়েল গুইয়েরো। আর এর সাথে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর এতেই গ্রুপ ‘বি’তে তিন ম্যাচে এক জয় আর বাকি দুইটিতে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাতে পৌনে একটায় লড়বে পর্তুগাল।

বিজ্ঞাপন

ইউরো ২০২০ বাছাইপর্ব ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল-সার্বিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর