জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান
৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৯
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের চাইতে ৩৭৪ রানে এগিয়ে আফগানিস্তান। ড্রেসিং রুমে মজুদ আছেন আরও দুই ব্যাটসম্যান। চতুর্থ দিনে তারা স্কোর বোর্ডে আর ২৬ রান যোগ করতে পারলেই সামগ্রিক লিড গিয়ে দাঁড়াবে ৪০০। না পারলেই বা কি? চতুর্থ ইনিংসে বাংলাদেশ গেল ১৯ বছরে ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি।
তাছাড়া সাগরিকার স্পিন স্বর্গে আফগানরা দ্বিতীয় ও তৃতীয় দিনের শুরু পর্যন্ত যে ঘূর্ণি যাদু চালিয়েছে চতুর্থ দিনে নিশ্চয়ই তা আরও ভয়ংকর রূপ নেবে। ফলে ম্যাচের তৃতীয় দিন থেকেই জয়ের সুবাস পেতে শুরু করেছে টেস্ট ক্রিকেটে সদ্যই জন্ম নেওয়া দলটি।
শনিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চলমান টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে আফগানদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ইব্রাহিম জাদরান। সেখানে তিনি একথা জানিয়ে গেলেন। তিনি বলেছেন, ‘আমরা ৭০ ভাগ জয়ের দিকে আছি।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়েই সাদা পোশাকের ক্যারিয়ার শুরু করেছেন ইব্রাহিম। আর অভিষেকেই ব্যাট হতে ছড়িয়েছেন আলো। তাইজুল ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২১ রানে কাটা পড়লেও দ্বিতীয় ইনিংসে তার ৮৭ রানে ভর করেই স্বাগতিকদের চোখ রাঙাচ্ছে সফরকারী দলটি। অভিষেকটা রাঙাতে পেরে তাই চনমনে এই আফগান টপ অর্ডার, ‘খুবই ভালো লাগছে যে অভিষেক ম্যাচে আমি ভালো খেলেছি।’
জাতীয় দলের হয়ে সফরের মাত্র দুই মাস আগে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে গেছেন ইব্রাহিম। এতে করে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে একটি ধারণা তিনি চলতি সিরিজের আগেই পেয়েছিলেন। যা তাকে জাতীয় দলের হয়ে পারফর্ম করতে সাহায্য করছে বলে বিশ্বাস তার।
তিনি যোগ করেন, ‘দুই মাস আগেও আমি এখানে এসেছি। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলে গিয়েছি। এতে করে আমার প্রস্তুতিটা ভালো হয়েছে। কেননা এদেশের কন্ডিশন সম্পর্কে একটি ধারণা আমি বেশ ভালোভাবেই পেয়েছিলাম। সে কারণেই আমি ভালো খেলতে পারছি।’
ছবি: শ্যামল নন্দী