Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিরগিজস্তানে জয়জয়কার বাংলাদেশের, ফিলিপাইন যাচ্ছে রোমানরা


৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৬

ঢাকা: কিরগিজস্তানে ২য় আন্তর্জাতিক আর্চারি টুর্নামেন্টে দারুণ ফল করেই দেশে ফিরছে বাংলাদেশ দল। চার ইভেন্টের তিনটিতেই পদক নিশ্চিত করেছে দেশের আর্চাররা। এদিকে এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-৩ তে অংশ নিতে আজ দিবাগত রাতে ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দিবে রোমান সানারা।

কিরগিজস্তানে চার ইভেন্টের শুধু একটিতে পদক পাওয়া হয়নি বাংলাদেশের। পুরুষ এককে তোফাজ্জল হোসেন ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবেকের নিকট পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করেন।

বিজ্ঞাপন

পুরুষ দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন, মো: রেদওয়ান ও আব্দুল্লাহ্ আল মামুন) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তান কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল অর্জন করে।

মিশ্র দলগতভাবে বাংলাদেশ (তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার) ফাইনালে কিরগিজস্তানের (কুরসানালিয়েভ উলুকবেক ও এসেল শারবেকোভার নিকট ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে।

৪টি ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচ্যারী দল ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন করে। টুর্নামেন্ট থেকে বাংলাদেশ আর্চারি দল আগামীকাল বিকেলে ঢাকায় প্রত্যাবর্তন করবে।

এদিকে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ আর্চারি দল এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ-৩ তে অংশ নিতে আজ দিবাগত রাত ০২ টায় ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হবে। অংশগ্রহণকারীদের নাম (১) মো: আনিসুর রহমান-দলনেতা, (২) এস এম ইমরান আলম-ম্যানেজার, (৩) মার্টিন ফ্রেডারিক-কোচ, (৪) মো: রুমান সানা-রিকার্ভ আর্চার, (৫) মোহাম্মদ তামিমুল ইসলাম-রিকার্ভ আর্চার, (৬) মোহাম্মদ তামিমুল ইসলাম-রিকার্ভ আর্চার ও (৭) বিউটি রায়-রিকার্ভ আর্চার-নারী।

বিজ্ঞাপন

আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান এবং ১০ সেপ্টেম্বর কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

আর্চার বাংলাদেশ রোমান সানা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর