Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবুও হাল ছাড়ছেন না সাকিব


৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৩

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের করা ৩৪২ রানের বিপরীতে ১৯৮ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে এখনও ১৪৮ রানে পিছিয়ে। যে দুজন উইকেটে থেকে দিন শেষ করেছেন তাদের মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান কেবল মোসাদ্দেক। যদিও সাদা পোশাকে তার খেরখাতা ততটা সমৃদ্ধ নয়। ক্যারিয়ারে সর্বোচ্চ খেলেছেন ৭৫ রানের ইনিংস। আরেকজন টেলএন্ডার (তাইজুল ইসলাম)। তৃতীয় দিনের প্রথম সেশনেই যারা রশিদ খানদের দুটি কার্যকর ডেলিভারিতেই গুটিয়ে যেতে পারেন।

বিজ্ঞাপন

সেই তাদের নিয়েই আফগান বধের স্বপ্ন বুনছেন দলপতি সাকিব আল হাসান। সম্ভাবনা দেখছেন এমন দৈন্য দশা থেকে ইউ টার্নের। যদি তৃতীয় দিনের প্রথম সেশনটা তারা ধরে খেলতে পারেন এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং-বোলিংয়ে ঘুরে দাঁড়ায় তাহলে ম্যাচ জয় অসম্ভব কিছুই নয়।
সেই সম্ভাবনা সাকিব দেখতেই পারেন। যেহেতু টেস্ট ক্র্রিকেটে এমন নজিরও ভুরি ভুরি আছে। উদাহরণ খুঁজতে খুব বেশি পেছনে যেতে হবে না। এই তো গেল মাসে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড ৬৭ রানে অলআউট হয়েছিল। সেই ম্যাচেই তারা চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করেও জিতেছিল। ফলে সাকিবের দেখা স্বপ্নটা নিশ্চই অলীক হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি এই স্বপ্নের কথা জানান।

তিনি বললেন, ‘ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। ক্রিকেটে তো এমন অনেকই হয়েছে যে প্রথম ইনিংসে এভাবে পিছিয়ে থাকার পরেও দল ঘুরে দাঁড়িয়েছে। এমন উদাহরণ শতশত আছে। আমরাও আশা করব যেন এমন কিছু হয়। সেজন্য আমরা আশা করব যে দুই উইকেট আছে তারা যেন ভালো ব্যাটিং করে এগিয়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয় ইনিংসে আমরা বোলিংটা ভালো করতে পারি। লক্ষ্য তাড়া করতে গেলে অবশ্যই কঠিন হবে। ওদের স্পিনারদের বিপক্ষে এত সহজ হবে না। কিন্তু বিশ্বাস আমাদের ভেতরে আছে যে সম্ভব।’

সাকিবের বিশ্বাস আছে, ঠিক আছে। থাকাও অমূলক নয়। কিন্তু তার একার থাকলেই তো আর হবে না। সতীর্থ ব্যাটসম্যানদেরও থাকতে হবে। তাহলেই না জয় সম্ভব। কিন্তু প্রথম ইনিংসে তার সতীর্থরা রশিদ- কায়েসদের বল খেলতে গিয়ে যেভাবে থরহরি কম্প হয়েছেন তাতে দ্বিতীয় ইনিংসে কী হবে কে জানে? কেননা সময় যত গড়াবে সাগরিকার উইকেট তত রাফ হবে, স্পিনাররাও উইকেট থেকে সহযোগিতা পাবেন।

কিন্তু তাই বলে সফরকারীদের স্পিন আক্রমণ এতটাই খেলার অযোগ্য ছিল যে প্রথম ইনিংসে স্বাগতিকদের ডাকসাইটে ব্যাটসম্যানেরা উইকেটে গেলেন আর এলেন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে সাকিবের জবাব হলো, ‘বলব না ওদের বল খেলা সম্ভব নয়। মোসাদ্দেক ও তাইজুল যেভাবে ব্যাটিং করলো তাতে মনে হয়েছে এই উইকেটে রান করা সম্ভব উইকেটেও থাকা সম্ভব। আমরা আরেকটু ভালোভাবে খেললে হয়তো রান আরও বেশি হত।’

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com

ছবি: শ্যামল নন্দী

আফগানিস্তান টেস্ট র‌্যাবিটহোল সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর