সেই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিসিবি
৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৭
চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনি টপকে মাঠে ঢুকে সাকিব আল হাসানকে ফুল দেওয়া সেই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব:) হোসেন ইমাম।
পড়ুন: সাকিবকে ফুল দিতে মাঠে ভক্ত
তিনি জানিয়েছেন, ‘ওই ভক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। অনতিবিলম্বে আমরা পাহাড়তলি থানায় তার নামে মামলা করব।’
সত্যিই যদি বিসিবি মামলা করে তাহলে সেটা হবে দৃষ্টান্ত। কেননা এর আগে আরও তিনবার দেশের দুটি ভেন্যুতে একই দৃশ্যের মঞ্চায়ন দেখা গেছে। বিসিবি’র নিরাপত্তার সুযোগ নিয়ে মাঠে ঢুকে আন্তর্জাতিক ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে বিসিবির কোন কঠোর ব্যবস্থা নেই। থানায় সোপর্দ করে মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই আফগানিস্তানের বিপক্ষে সিরেজর তৃতীয় ওয়ানডে ম্যাচ চলকালীন এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেছিলেন। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছিল গেল বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিনে হুট করেই এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। সোজা দৌড়ে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে। জিম্বাবুয়ের সঙ্গে সেই টেস্টে পর পর দু’দিন এমন ঘটনা ঘটেছিল। এবার ঘটল জহুর আহমেদে।
শুক্রবার বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের ৮ম ওভার চলাকালীন স্টেডিয়ামে পূর্ব দিকের গ্যালারি থেকে এক দর্শক ছুটে এসে সাকিব আল হাসানের সামনে হাঁটু গেড়ে বসে ফুল নিবেদন করেছেন এবং খানিক বাদে স্যালুট দিয়েছেন। সাকিব তখন দিনের প্রথম ওভারে বোলিং করছিলেন। এমন দৃশ্য দেখে অগত্যা বোলিং থামিয়ে দিতে হয়েছে সাকিবকে। বিব্রত সাকিব কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না।
এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কর্তব্যরত বিসিবির নিরাপত্তারক্ষীরা এসে ভক্তটিকে মাঠের বাইরে নিয়ে যায়।
ছবি: শ্যামল নন্দী
২য় দিন চট্টগ্রাম টেস্ট টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান ভক্তের বিরুদ্ধে মামল মাঠে ঢুকে পড়েন