Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে গোলের আত্মবিশ্বাস বাংলাদেশের


৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৩

ঢাকা: ১০ সেপ্টেম্বরে আফগান ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব। তার আগে কন্ডিশনিং ক্যাম্প করতে জামাল ভূঁইয়ারা এখন তাজিকিস্তানের দুশানবেতে। মিশনে নামার আগে চূড়ান্ত ২৩ ফুটবলারকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন প্রধান কোচ জেমি ডে। আফগান পরীক্ষার আগে শেষ প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তার শিষ্যরা।

দ্বিতীয় ও শেষ ম্যাচে সিএসকেএ পামিরের সঙ্গে ১-১ এ ড্র করেছে জামাল ভূঁইয়ারা। এ ম্যাচটা আক্ষরিক অর্থেই বিশ্বকাপ মিশনে নামার আগে শেষ পরীক্ষা ছিল জেমির। তবে, আশার বিষয় হলো এ ম্যাচে গোল দেখেছে ফুটবলাররা। রবিউল হাসান ৩ মিনিটে গোলে করেছেন। অপর গোলটি পামির করেছে ২৮ মিনিটে। ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে খেলোয়াড় বদলি থেকে নানান পরীক্ষা করেছেন এই ইংলিশ কোচ। এবার দ্বিতীয় ও শেষ পরীক্ষা ছিল জেমির।

এই ম্যাচটা ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ম্যাচ। দল নিয়ে পরীক্ষা করার শেষ সুযোগ। এই ম্যাচ দিয়েই সম্ভাব্য একাদশ চূড়ান্ত করে ফেলতে পারেন জেমি। তবে এসব নিয়ে চিন্তিত নন জেমি, ‘ছেলেদের খেলার উন্নতি হচ্ছে। আর গোলও পেয়েছে তারা। আত্মবিশ্বাসের মধ্যেই আছে। সামনে ভালো কিছুই হবে আশা করি।’

এই মুহূর্তে অবশ্য দলের কোনও সদস্যই ইনজুরিতে নেই বলে জানান তিনি। সবাই তাদের সেরাটাই দিচ্ছেন বলে মত জেমির, ‘সব খেলোয়াড় ফিট এবং সুস্থ আছে। সবাই খেলার জন্য প্রস্তুত। এখানকার আবহওয়া ভালো। আমি জানি সবাই তাকিয়ে আছে এখানে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কি হবে তা দেখার জন্য। আমরা জিতলে সবাই প্রশংসা করবে, হারলে কিছুই না।’

১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ।

বিজ্ঞাপন

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো, রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত, মাঝমাঠ: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ। আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা

জেমি ডে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর