ইতিহাস গড়ে গর্বিত রহমত শাহ
৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৬
চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন রহমত শাহ। তাও বাংলাদেশের ঘরের মাঠে। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিধর দলের ব্যাটসম্যানরা হাবুডুবু খেয়েছেন! যে স্পিন মঞ্চে গেল চার বছর একরকম অপ্রতিরোধ্য লাল সবুজের দল, যে দলে আছেন বিশ্বসেরা সাকিব আল হাসানের মতো বোলার। সেই দলের বিপক্ষে কী না টেস্টেই সেঞ্চুরি (১০২) মেরে দিলেন! সে তো চারটে খানি কথা নয়। তাই রহমত শাহর গর্বিত না হওয়ার কোনো কারণই নেই। তাতে তিনি গর্বিত।
প্রথম টেস্ট সেঞ্চুরি করার সুযোগ এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষেও। গেল মার্চে দেরাদুনে সফরকারী আইরিশদের বিপক্ষে চলে গিয়েছিলেন সেঞ্চুরির একেবারে নিঃশ্বাস দূরত্বে। কিন্তু মাত্র ২ রানের জন্য যাদুকরী সেই তিন সংখ্যা স্পর্শ করতে পারেননি রহমত। মুরতাগের বলে বোল্ড হয়ে ৯৮ রানে লিখেছিলেন নিজের ইনিংসের এপিটাফ।
তবে এবার পেরেছেন। বাংলাদেশের বোলারদের নিজেদের কন্ডিশনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৃঢ় ব্যাট তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। বিষয়টি তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। তাই রোমাঞ্চেরও শেষ নেই তার।
দিন শেষে রহমত শাহ শোনালেন তার গল্প। সংবাদ সম্মেলনে তিনি জানালেন, ‘আমার স্বপ্ন ছিল, আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিটি আমিই করব। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউট হওয়ায় আমি হতাশ ছিলাম। সুযোগটি আমি আজ পেয়েছি। এটা আমার জন্য গর্বিত মুহূর্ত। আমিই আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান যে কী না দলটির হয়ে প্রথম ফিফটি ও সেঞ্চুরি করেছে।’
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি গড়ানোর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাঠটির র উইকেট। অনেকেই ভবিষ্যৎবানী করেছিলেন, প্রথম দিন থেকেই উইকেটে বল অভাবনীয় বাঁক নেবে। কিন্তু আদতে দেখা গেল ভিন্ন চিত্র। বলে আহামরি টার্ন ছিল না। বল বেশ ভালোই ব্যাটে আসছিল। ফলে ব্যাটসম্যানেরাও খেলেছেন অনায়াসেই। তার প্রমাণ আফগানদের দলীয় সংগ্রহ (২৭১/৫) ও রহমত শাহর সেঞ্চুরি (১০২)।
পাশাপাশি আসগর পাচ্ছেন সেঞ্চুরির সুবাস। ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৮৮ রানে। কিপার-ব্যাটসম্যান আফসার জাজাই দিন শেষ করেছেন ৩৫ রান। দিনের শেষ সেশনে আসগর আফগান ও আফসার জাজাই গড়েছেন অবিচ্ছিন্ন ৭৪ রানের জুটি। তাহলে তো প্রশ্ন আসতেই পারে উইকেটটি কেমন ছিল?
হ্যাঁ, মিলিয়ন ডলারের সেই প্রশ্নটিই করা হয়েছিল সেঞ্চুরিয়ান রহমত শাহকে। জবাবে তিনি জানালেন, ‘উইকেট ভালো ছিল। বিশেষ করে আমরা যখন নতুন বলে খেলেছি। কিন্তু প্রথম দিকে উইকেট ব্যাটসম্যানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। থিতু হয়ে যাওয়ার পরে অনায়াসেই শটস খেলতে পারছিলাম।’
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com
ছবি: শ্যামল নন্দী