Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষা এবার ‘মিরাকল’র


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৬

টেস্ট ক্রিকেটে বয়স মাত্র ১ বছর ৭ মাস। কিন্তু আফগানদের ব্যাটিং দেখে সেটা কী বোঝার উপায় ছিল? সাগরিকার স্পিন স্বর্গে প্রায় ২০ বছরের অভিজ্ঞ বাংলাদেশের বোলারদের বিপক্ষে কী সাবলীল ব্যাটিংটাই না করলেন টপঅর্ডারের রহমত শাহ ও মিডল অর্ডার আসগর আফগান! রহমত শাহ তো ইতিহাস গড়লেন। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি (১০২)! আর আসগর আফগান সেঞ্চুরির পথে (অপরাজিত ৮৮)।

তাদের অনবদ্য ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে সফরকারী দলটি স্কোর বোর্ডে তুলেছে ২৭১ রান।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দেখেশুনে খেলে দিতে পারলেই ব্যাস। বড় সংগ্রহের পথে ছুটবে সফরকারীরা। এমতাবস্থায় বাংলাদেশের করণীয় একটিই। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগেই রশিদ খানদের গুটিয়ে দিতে হবে। যত কম রান দেওয়া যয় ততই ভালো। যদি এমন হয় ১০ রানে বাকি ৫ উইকেট ফেলে দেওয়া যায়? আরও ভালো।

কিন্তু সেটা তো অসাধ্য সাধন করার মতোই। ইংরেজীতে যাকে বলে মিরাকল। সেটা কী সম্ভব? টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বললেন অবশ্যই সম্ভব। ক্রিকেটে কী না হয়? তাছাড়া উদাহরণ তো সামনেই আছে। আজ আফগানদের দলীয় ১৯৭ রানে সেঞ্চুরিয়ান রহমত শাহ ও অভিজ্ঞ মোহাম্মদ নবীকে ফিরিয়ে দিলেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। তাইজুলের যুক্তি হলো, দ্বিতীয় দিনেও কেন এর পুনরাবৃত্তি দেখা যাবে না?

সংবাদ সম্মেলনে তাইজুল জানালেন, ‘ক্রিকেটে মিরাকাল যে নাই তা কিন্তু না। কখনো হয়নি এমনও না। হইতেই পারে, এ তো অস্বাভাবিক না। নাঈম দুই বলে দুই উইকেট পায় নাই আজকে? ভালো ভালো ব্যাটসম্যান, দুইটাই আউট হয়ে গেছে। নাঈম যে দ্বিতীয় উইকেট পেয়েছে সেই বল লো হয়েছে, এরকম তো হইতেই পারে।’

বিজ্ঞাপন

তাইজুলের কথার অর্থ হলো, স্বাগতিক হয়ে উইকেট থেকে যতটা সুবিধা তাদের আদায় করে নেওয়ার কথা ছিল সেটা তারা পুরোপুরি নিতে পারেননি। এবার একটি মিরাকল হলে সফরকারীদের অল্প রানে বেধে ফেলা যাবে। তাতে ম্যাচ জয়ের কাজটিও সহজ হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে চলতি টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তাইজুলকে এদিন সংবাদ সম্মেলনে আনা হয়েছিল দুটি কারণে। প্রথমত; দিনের সেরা বোলার তিনি। আর দ্বিতীয়ত টেস্ট ক্রিকেটে ছুঁয়েছেন ১০০ উইকেটের মাইলফলক। তাও আবার দেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট। যা আগে একচ্ছত্র দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। ১০০ উইকেট পেতে সাকিবকে খেলতে হয়েছে ২৮টি ম্যাচ। আর তাইজুল তা পেলেন ২৫ টেস্টেই।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৩১ ওভার বল করে ৭৩ রানের বিনিময়ে এই বাঁহাতি ফিরিয়েছেন দুই আফগান ওপেনারকে। ওভার প্রতি গড়ে দিয়েছে ২.৩৫ রান। নিঃসন্দেহে দিনটি তার জন্য ঘটনা বহুল ছিল। সেই দিনটির অনুভূতি কেমন?

উল্লাস, উচ্ছ্বাসের প্রকাশ তাইজুলের বরাবরই কম। আজও তার ব্যতিক্রম দেখা গেল না, ‘টেস্ট ক্রিকেটকে আসলে অনেক সম্মান দেওয়া হয়। আসলে অনেক ভালো লাগার বিষয় একশো উইকেট। আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি, সবাই খুশি হবে। ভালো লাগছে।’

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com

ছবি: শ্যামল নন্দী

আফগানিস্তান টেস্ট তাইজুল বাংলাদেশ মিরাকল