থামছেই না রানমেশিন স্মিথের ব্যাট
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪১
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি অ্যাশেজের মধ্যদিয়ে টেস্টে ফিরেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক দলপতি স্টিভ স্মিথ। এই সিরিজে আরও একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি এই রানমেশিন। চার ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি হাঁকালেন স্মিথ। বাকিটিতে করেছিলেন ৯২ রান।
দুদিন আগেই আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে ভারতের দলপতি বিরাট কোহলিকে টপকে এক নম্বরে উঠেন স্মিথ। টেস্টের ময়দানে ফিরেই রানের ফোয়ারা ছুটছে তার ব্যাট থেকে।
ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে টানা সেঞ্চুরি করেছেন স্মিথ। খেলেছিলেন ১৪৪ আর ১৪২ রানের দুটি ইনিংস। এরপর লর্ডসে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে করেন ৯২ রান। ইংলিশ পেসার জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা হয়নি স্মিথের। খেলা হয়নি তৃতীয় ম্যাচেও। ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে আরও একটি সেঞ্চুরি তুলে নেন। মোটা দাগে চলতি অ্যাশেজের চার ইনিংসে ব্যাট করতে নেমে তিনটিতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন স্মিথ।
টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৬তম সেঞ্চুরি। ৫১ সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে ভারতের শচীন টেন্ডুলকার। দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক জ্যাক ক্যালিস (৪৫)। ২১ নম্বরে থাকা কোহলির ২৫ সেঞ্চুরিকে টপকে গেলেন স্মিথ। ক্যারিবীয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের ২৬ সেঞ্চুরির পাশে বসালেন নিজেকে। ২৭ সেঞ্চুরি করে স্মিথের ঠিক উপরে আছেন অস্ট্রেলিয়ান গ্রেট অ্যালান বোর্ডার এবং দক্ষিণ আফ্রিকার সাবেক দলপতি গ্রায়েম স্মিথ।
তবে, একদিক দিয়ে শচীনকে টপকে স্মিথ এখন দুই নম্বরে। সাদা পোশাকে ২৬টি সেঞ্চুরি করতে শচীনের লেগেছিল ১৩৬ ইনিংস, সেখানে স্মিথের লাগলো ১২১ ইনিংস। এই তালিকায় শীর্ষে ডন ব্রাডম্যান। তিনি মাত্র ৬৯ ইনিংসে ২৬টি সেঞ্চুরি হাঁকান। ১৪৪ ইনিংসে সুনীল গাভাস্কার আর ১৪৫ ইনিংসে ম্যাথু হেইডেন ২৬টি টেস্ট সেঞ্চুরি করেন।