পাকিস্তানের হেড কোচ মিসবাহ, বোলিং কোচ ওয়াকার
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৩
ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত ফল না হওয়ায় প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ আজহার মাহমুদসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের কোচিং স্টাফ নিয়োগের জন্য গত ৯ আগস্ট বিজ্ঞপ্তি দেয় পিসিবি। প্রধান কোচ হতে চেয়ে আবেদন করেন ওয়েস্ট ইন্ডিজের কিংদন্তি পেসার এবং টাইগারদের সাবেক পেস বোলিং কোচ ওয়ালশ। এছাড়া, আবেদন করেন অস্ট্রেলিয়ান ডিন জোন্স। তবে, তাদের থেকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
অবশেষে তাকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। তিন বছরের জন্য পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন মিসবাহ। একইসঙ্গে তাকে প্রধান নির্বাচকের দায়িত্বও বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক, কোচ ওয়াকার ইউনুস। এর আগেও মিসবাহ-ওয়াকার একসঙ্গে কাজ করেছেন। তখন মিসবাহ ছিলেন অধিনায়ক আর কোচ ছিলেন ওয়াকার।
এবার বিদেশি কোচের চেয়ে দেশি কোচের প্রতি বেশি আগ্রহ দেখায় পিসিবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জানাচ্ছে, সাবেক কোচ মিকি আর্থারকে ২০ হাজার ডলার পারিশ্রমিক দিতো পিসিবি। বিদেশি কোচদের মতো চড়া মূল্য দিয়ে স্থানীয় কোচদের নিয়োগ দিতে আগ্রহী না হলেও মিকি আর্থারের সমান বেতন চেয়েছেন মিসবাহ।
পাকিস্তানের সাবেক কোচ কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস প্রধান কোচের পদে আবেদন না করে বোলিং কোচ হিসেবে আবেদন করেন। দুই দফায় হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে দুবারই জাতীয় দলে তার কোচিং ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তার অধীনে পাকিস্তানের পারফরম্যান্সও সুখকর ছিল না। তবে, পিসিবি ভাবনায় ছিল মিসবাহকে কোচ আর ওয়াকারকে বোলিং কোচ করলে তাদের জুটিটি জমতে পারে। এই ভেবেই তাদের দুজনকে কোচিং স্টাফে নিয়োগ দিল পিসিবি।