তাজিকিস্তানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হার
৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৪
ঢাকা: আর সাতদিন পরেই কঠিন চ্যালেঞ্জে মাঠে নেমে যেতে হবে বাংলাদেশকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং ২০২৩ সালের এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। তারই প্রস্তুতির দ্বিতীয় পর্ব তাজিকিস্তানের দুশানবেতে শুরু করেছে জামাল ভূঁইয়ারা। দেশটির দুটি প্রস্তুতি ম্যাচের একটি ইতোমধ্যে খেলে ফেলেছে জেমি ডের শিষ্যরা।
তাজিকিস্তান প্রিমিয়ার লিগের তৃতীয় স্থান অর্জনকারী কুকতোশের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এ ম্যাচ ছিল কন্ডিশন ক্যাম্পের অংশ। এ ম্যাচে জেমি তার পুরো স্কোয়াডকেই বাজিয়ে দেখেছে। পরে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগান যুদ্ধের আগেই।
প্রথম প্রস্তুতি ম্যাচে দুই অর্ধে দুটি গোল হজম করেছে জাতীয় দল।
আগামী ৫ তারিখে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ হবে দল বাছাইয়ের। দেশটির সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ।