Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নেইমার


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৬

নেইমারের দলবদলের ‘নাটক’ আপাতত শেষ। সাবেক ক্লাব বার্সায় যেতে না পারা পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা এবার নজড় দিয়েছেন জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচের দিকে। জাতীয় দলে খেলতে এরই মধ্যে নেইমার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

মিয়ামিতে পৌঁছেছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবিতে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর দিয়েছেন তিনি।

বার্সা-রিয়ালের টানাটানির মাঝে পিএসজির মৌসুম শুরু হলেও নেইমারের মৌসুম শুরু হয়নি। এখনও এই মৌসুমে খেলা হয়নি তার। এখন আন্তর্জাতিক ফুটবল বিরতিতে ব্রাজিলের হয়ে নামতে হচ্ছে তাকে। চলতি মাসেই কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি ব্রাজিল। কোচ তিতে এই দুই ম্যাচেই পেতে চাইছেন নেইমারকে। নেইমারের পিএসজি সতীর্থ থিয়াগো সিলভাও যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

নিজের দেশ ব্রাজিলে কোপা আমেরিকার আসর বসলেও ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। সেই আসরে ব্রাজিল শিরোপা জিতেছিল। গত জুনে গোড়ালির ইনজুরিতে পরে মাঠের বাইরে চলে যান পিএসজির এই ফরোয়ার্ড। ৬ সেপ্টেম্বর মিয়ামিতে কলম্বিয়া এবং ১০ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেইমার ব্রাজিল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর