বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ২০:০১
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের নিজেদের প্রথম ম্যাচ ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত হলে সোমবার (২ সেপ্টেম্বর) রিজার্ভ ডে তে আবারো ম্যাচটি গড়িয়েছিল। তার আগে অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয় টাইগ্রেসরা। আজ পাপুয়া নিউগিনিকে ৬ রানে (বৃষ্টি আইনে) হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সালমা খাতুনের দলটি।
স্কটল্যান্ডে বসা বাছাইপর্বের এই আসরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছিল। সোমবার (২ সেপ্টেম্বর) ডান্ডিতে আগে ব্যাট করে বাংলাদেশ ১৬.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১০৩ রান। এরপর বৃষ্টি নামলে আর ব্যাটিংয়ে নামা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। পরে পাপুয়া নিউগিনির সামনে বৃষ্টি আইনে টার্গেট দাঁড়ায় ৮ ওভারে ৫৯। ব্যাটিংয়ে নেমে পাপুয়া নিউগিনি ৫ উইকেট হারিয়ে তোলে ৫২ রান।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ব্যাটে ঝড় তুলেছিলেন। ৫টি বাউন্ডারিতে ১৮ বলে করেছেন অপরাজিত ৩২ রান। ওপেনার সানজিদা ইসলাম ৩২ বলে করেন ১৯ রান। ১১ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। এছাড়া, আয়েশা রহমান, নিগার সুলতানা, রিতু মনি, শায়লা শারমিন, জাহানারা আলম, দলপতি সালমা খাতুন, নাহিদা আক্তার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
৮ ওভারে ৫৯ রানের টার্গেটে নেমে দলীয় ১৯ রানে পাপুয়া নিউগিনি প্রথম উইকেট হারায়। ওপেনার সিবোনা জিমি ৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার নাওয়ানি ভারে ১০ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা কোনিও ওয়ালা করেন ১০ রান। তানিয়া রুমা ১২ আর ব্রেন্ডা তাউ ৬ রান করেন।
জাহানারা ১ ওভারে ৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। দলপতি সালমা খাতুন ২ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। ২ ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট পান রিতু মনি। ১ ওভারে ৪ রান দিয়ে কোনো উইকেট পাননি ফাহিমা খাতুন। শেষ ওভারে পাপুয়া নিউগিনির দরকার হয় ১৩ রান। বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। শেষ ওভারে দুই উইকেট তুলে নেন তিনি। তার বোলিং ফিগার দাঁড়ায় ২-০-১০-৩। ম্যাচসেরাও হন তিনি।
গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড, যারা নিজেদের দুই ম্যাচের একটিতে জিতেছে। প্রতিটি দলের দুই ম্যাচ শেষে টাইগ্রেসদের পয়েন্ট বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ ৪। স্কটিশদের ২, পাপুয়া নিউগিনির ২ আর যুক্তরাষ্ট্রের ০।
** আমেরিকাকে উড়িয়েই দিল বাংলাদেশ