Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতীর্থদের বিদায় জানিয়েছেন নাভাস, ধারে রিয়ালে অ্যারিওলা


২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৮

ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর মধ্যরাতে। আর শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে পাড়ি জমাচ্ছেন কোস্টারিকা গোলকিপার কেইলর নাভাস। আর পিএসজি থেকে এক বছরের জন্য ধারে রিয়াল মাদ্রিদে আসছেন ফ্রেঞ্চ গোলকিপার আলফোন্সো অ্যারিওলা।

২০১৪ সালে লেভান্তে থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন কেইলর নাভাস। এরপর রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে রচনা করেছেন ইতিহাস। টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ে অন্যতম সেরা অবদান রেখেছেন তিনি। জিদানের প্রিয় শিষ্য নাভাস ছিলেন রিয়াল মাদ্রিদের গোলকিপার হিসেবে প্রথম পছন্দ। তবে ৩২ বছর বয়সী এই গোলকিপারকে জায়গা হারাতে হয়েছে থিবো কোর্তোয়ার কাছে।

বিজ্ঞাপন

গেল বছর অর্থাৎ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লভস জয়ী গোলকিপার থিবো কোর্তোয়াকে রিয়াল মাদ্রিদে ভিড়িয়েছেন ফ্লোরিন্তিনো পেরেজ। চেলসি থেকে এক মৌসুম আগে রিয়ালে যোগ দেওয়া কোর্তোয়ার কাছে জায়গা হারানো নাভাস পাড়ি জমাচ্ছেন পিএসজিতে। আর তার জন্য পিএসজিকে গুণতে হচ্ছে কমপক্ষে ১৫ মিলিয়ন ইউরো।

কেবল ১৫ মিলিয়ন ইউরোই গুণতে হচ্ছে না পিএসজিকে, সাথে গেল নিজেদের গোলকিপার আলফোন্সো অ্যারিওলাকেও এক মৌসুমের জন্য ধারে রিয়াল মাদ্রিদের কাছে পাঠাতে হচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়নদের।

পিএসজির শেষ ম্যাচে দলের সাথে থাকলেও মাঠে নামেননি অ্যারিওলা। আর এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে থাকলেও মাঠের বাইরে বেঞ্চেই ছিলেন নাভাস। স্প্যানিশ গণমাধ্যম বলছে ম্যাচ শেষে মাদ্রিদে ফিরে যাননি নাভাস। আর ড্রেসিং রুমে দীর্ঘদিনের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে সোজা পাড়ি জমিয়েছেন প্যারিসে। সেখানেই তার মেডিকেল হবে পিএসজির তত্বাবধায়নে।

বিজ্ঞাপন

পিএসজির সাথে তিন বছরের চুক্তি হবে নাভাসের। আর প্রতি বছর সাত মিলিয়ন ইউরো পকেটে পুরবেন নাভাস। অন্যদিকে কেবল এক মৌসুমের জন্য ধারে রিয়াল মাদ্রিদে আসবেন অ্যারিওলা। ধার শেষে আবারও ফিরে যাবেন প্যারিসে। ফ্রান্সের বর্তমান দলে ডাক পড়েছে এরিওলার, আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বিশ্রামের পরই তাই অ্যারিওলাকে বার্নাব্যুতে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে বলেই স্প্যানিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।

আরও পড়ুন: আবারও ড্র করল রিয়াল, জিতেছে অ্যাতলেটিকো

আলফোন্সো অ্যারিওলা কেইলর নাভাস দলবদল পিএসজি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর