Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ড্র করল রিয়াল, জিতেছে অ্যাতলেটিকো


২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৬

স্প্যানিশ লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে আবারও হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে এস্তাদিও দে লা সেরামিকায় ২-২ গোলে ড্র করেছে লস ব্ল্যাঙ্কোসরা। অন্যদিকে ঘরের মাঠ ওয়ানডা মেট্রোপলিটিয়ানোতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছে লস ব্ল্যাঙ্কোসদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ।

গ্যারেথ বেলের জোড়া গোলও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি রিয়াল মাদ্রিদকে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে সার্জিও রামোসরা। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে গ্যারেথ বেলের গোলে সমতায় ফিরে বিরতিতে যায় রিয়াল।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিয়াল। উল্টো ম্যাচের ৭৪ মিনিটে মুই গোমেজের গোলে আবারও পিছিয়ে পড়ে লস ব্ল্যাঙ্কোসরা। নির্ধারিত ৯০ মিনিটের তখন বাকি আর মাত্র ৪ মিনিট। ওই সময় লুকা মদ্রিচের পাসে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে গোল করে দলকে আবারও সমতায় ফেরান ওয়েলস উইজার্ড গ্যারেথ বেল।

তবে ম্যাচের অতিরিক্ত সময়ের ৪ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বেল। আর এতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেলকে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় জিদান শিষ্যদের।

অন্যদিকে ঘরের মাঠে ২-০ তে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যাতলেটিকো। ম্যাচের ২০ মিনিটের মধ্যেই সফরকারী এইবার ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। আর অ্যাতলেটিকোকে ম্যাচে ফেরান ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে আসা জাও ফেলিক্স। ম্যাচের ২৭ মিনিটে অ্যাতলেটিকোর প্রথম গোল করেন তিনি।

বিজ্ঞাপন

আর দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরায় মিড ফিল্ডার ভিতোলো। আর ম্যাচের নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ের এক মিনিটে থমাস পার্তে গোল করে অ্যাতলেটিকো মাদ্রিদের জয় নিশ্চিত করেন।

লা লিগায় চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচের সব ক’টিতেই জিতে লিগ টেবিলে সবার শীর্ষে আছে ডিয়েগো সিমিয়নের দল। আর সমান তিন ম্যাচে এক জয় আর বাকি দু’টিতে ড্র করে ৫ম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনা আছে ৮ম স্থানে।

২০১৯-২০২০ মৌসুম অ্যাতলেটিকো মাদ্রিদ-এইবার গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর