Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোম কন্ডিশনে নির্ভার বাংলাদেশ


১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৭ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৬

চার বছরেরও বেশি হবে, সাদা পোশাকে ঘরের মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট মর্যাদা পাওয়ার পর পর যে দলটিকে উইকেটে টিকে থাকতেই যুদ্ধ করতে হয়েছিল, তারাই আজ নিজেদের মাটিতে প্রতিপক্ষকে হারের গ্লানি উপহার দিতে শিখে গেছে। কালের বিবর্তনে ঘরের মাঠের সুবিধা আদায়ে হয়ে উঠেছে সিদ্ধহস্ত। আর এই অভ্যস্ততাই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে স্বাগতিক বাংলাদেশকে নির্ভার রাখছে।

বিজ্ঞাপন

রোববার (১ সেপ্টেম্বর) সিরিজে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীন টার্মিনালে সংবাদ মাধ্যমকে একথা জানালেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তিনি জানালেন, ‘আমরা চেষ্টা করবো শতভাগ দেয়ার জন্য। আর আমাদের সুবিধা থাকবে, আমাদের দেশের মাটিতে খেলা, আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচ জেতার।’

কিন্তু সেই সম্ভাবনা আদতেই কতখানি? কেননা সাদা পোশাকে বাংলাদেশ সবশেষ খেলেছিল চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে। রশিদ খানের নেতৃত্বে আসা আফগানদের বিপক্ষে ম্যাচটি খেলেবে চলতি মাসের ৫ তারিখ থেকে। এর মাঝে কেটে গেছে ছয় মাসেরও বেশি সময়।

তবে মিরাজ জানালেন তাতে খুব একটা সমস্যা হবে না। কেননা ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্পে তারা যেভাবে প্রস্তুত হয়েছেন তাতে আফগান বধ কঠিন হবে না। মিরাজ যোগ করেন, ‘আমরা সবাই ভালো অনুশীলন করেছি। সবাই ১০-১২দিন মিলে অনেক কঠোর পরিশ্রম করেছে। সবাই যেভাবে কঠোর পরিশ্রম করেছে আশা করছি তার ফলটা পাওয়া যাবে।’

সংবাদ মাধ্যমের সঙ্গে এসময় কথা বলেছেন গতি তারকা তাসকিন আহমেদও। বিপিএল ষষ্ঠ আসরে নিজেদের শেষ ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ফিটনেস হীনতায় বিগত ৬ মাসেও তার দলে জায়গা হয়নি। লম্বা সময় পর মূল স্কোয়াডে ডাক পেয়ে নিজের সেরাটি দিতে মুখিয়ে আছেন তিনি।

তাসকিন জানালেন, ‘সুযোগ পেয়েছি চেষ্টা করবো সেরাটা দেয়ার। আমি খুবই রোমাঞ্চিত যে অনেকদিন পর সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে সুযোগ পেলে ভালো খেলতে পারি।’

বিজ্ঞাপন

আফগানিস্তান টেস্ট ম্যাচ তাসকিন বাংলাদেশ মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর