Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি একাদশকে দিয়ে আফগানদের বার্তা


১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৮

রানরেট ২.৭৪, ওভার ৮৮.১, উইকেট ৬টি, রান ২৪২। এই হলো প্রথম দিন শেষে সফরকারী আফগানিস্তানের স্কোর। দুই ওপেনারকে আউট করতে পারেনি স্বাগতিক বোলাররা। প্রস্তুতি ম্যাচ হলেও আফগান ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নিয়েছে ঠিকঠাকভাবেই।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সফরকারী আফগানিস্তান দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলতে নামা বিসিবি একাদশের বিপক্ষে প্রথম দিন শেষে সফরকারীরা ৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৪২ রান।

বিজ্ঞাপন

রোববার (১ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। শুরুতে উইকেটের জন্য লড়তে হয় স্বাগতিকদের। দুই ওপেনার ইসানুল্লাহ এবং ইব্রাহিম জাদরান ফিফটি পেয়েছেন। নটআউট থেকেই স্বেচ্ছায় ব্যাটিং ছেড়েছেন। ইহসানুল্লাহ ১৩৭ বলে ৭টি চার আর একটি ছক্কায় করেন ৬২ রান। ১২৪ বলে ৬টি বাউন্ডারিতে ৫২ রান করেন ইব্রাহিম জাদরান। তিন নম্বরে নামা জাভেদ আহমাদি ব্যক্তিগত ৩ রানে ফিরলে আফগানদের প্রথম উইকেটের পতন হয় ১৩১ রানের মাথায়।

চার নম্বরে নামা রহমত শাহ (৭) নিজের ইনিংস লম্বা করতে পারেননি। হাশমতউল্লাহ শহীদি ৬১ বলে তিনটি চারের সাহায্যে করেন ২৬ রান। ১৬ রান আসে সাবেক দলপতি আসগর আফগানের ব্যাট থেকে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী ৭৯ বলে একটি করে বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে করেন ৩৩ রান। উইকেটরক্ষক ব্যাটসম্যান ইকরাম আলি খিল ১ রানে বিদায় নেন।

আফসার জাজাই ৪৮ বলে ২০ আর দলপতি রশিদ খান ৭ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

বিসিবি একাদশের হয়ে আল আমিন ১৮ ওভারে ৩ মেডেন নিয়ে ৫১ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ১৩.১ ওভারে ২১ রান খরচায় দুটি উইকেট পান সুমন খান। এছাড়া, মেহেদি হাসান রানা, মানিক খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন, আসাদুল্লাহ গালিব কোনো উইকেটের দেখা পাননি।

বিসিবি একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ, এনামুল হক বিজয়, সাব্বির হোসেন, আল আমিন, নাঈম ইসলাম, ইরফান শুক্কুর, সালাউদ্দিন শাকিল, সুমন খান, মানিক খান, জুবায়ের হোসেন, মেহেদি হাসান রানা, আসাদুল্লাহ গালিব, ফারদিন হাসান, নাঈম হাসান।

ছবি-শ্যামল নন্দী

আফগানিস্তান প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর