Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোলা-রুবেলের কোলজুড়ে প্রথম সন্তান


১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৯

প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতি পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন। রোববার (১ সেপ্টেম্বর) পৃথিবীর আলো দেখেছে তার প্রথম সন্তান। রুবেলের স্ত্রী ইশরাত জাহান দোলার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

কোরবানির ঈদের আগে টাইগার এই পেসার ভক্তদের জানিয়েছিলেন, ‘আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্খী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

বিজ্ঞাপন

রোববার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

স্ত্রী-সন্তানের একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ এর অশেষ রহমতে পুত্রসন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রুবেল ও দোলা। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন রুবেল। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন।

ক্রিকেটার পুত্রসন্তান বাবা রুবেল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর