বুমরাহর হ্যাটট্রিকে ফলোঅনের সামনে উইন্ডিজ
১ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৫
কিংস্টনের সাবিনা পার্কে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হনুমা বিহারির শতকে ৪১৬ রান সংগ্রহ করেছে ভারত। প্রথম দিন শেষে দু’দলই ছিল লড়াইয়ে। দিনের শেষ দিকে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর হ্যাটট্রিকে মাত্র ৮৭ রানেই উইন্ডিজরা হারিয়েছে ৭ উইকেট।
ভারতের ৪১৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপর দলীয় ১৩ রানেই হারাতে হয় আরও তিন উইকেট। উইন্ডিজদের ইনিংসের নবম ওভারে হ্যাটট্রিক করেন বুমরাহ। ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে (৪) আউট করেন বুমরাহ এরপরের বলে শামরাহ ব্রুকসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার। বুমরাহর হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রস্টন চেজ। তবে ওভারের চতুর্থ বলে বুমরাহর বলে এলবিডব্লিউ হলে হ্যাটট্রিক পূর্ণ হয় এই ভারতীয় পেসারের।
বুমরাহর হ্যাটট্রিকটা অবশ্য এসেছে অধিনায়ক বিরাট কোহলি বিচক্ষণতায়। চেজের পায়ে বল লাগলে তেমন কেউই আবেদনই করেনি, আর আম্পায়ারও আউট দেননি। তবে কোহলি নিলেন সাহসী সিদ্ধান্ত। চ্যালেঞ্জ করে বসলেন অনফিল্ড আম্পায়ারদের। রিভিউতে দেখা গেল আউট হয়েছেন চেজ। আর এতেই হরভজন সিং এবং ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক পেলেন বুমরাহ।
মাত্র ২২ রানের মধ্যে ৫ উইকেট হারানো উইন্ডিজরা তখন দিশেহারা। ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন শিমরন হেটমেয়ার এবং অধিনায়ক জেসন হোল্ডার। ৩৪ রান করা হেটমেয়ারকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মোহাম্মদ শামি। কিছুক্ষণ পর হোল্ডারও নিজের ষষ্ঠ শিকার বানান বুমরারহ। দিনশেষে ভারতের চেয়ে ৩২৯ রানে পিছিয়ে আছে উইন্ডিজ আর তাদের চোখ রাঙ্গাচ্ছে ফলো-অন, হাতে আছে তিন উইকেট। বুমরাহ ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।
এর আগে অবশ্য দিনের প্রথম বলেই রিশাভ পন্তের উইকেট হারিয়েছিল ভারত। রবীন্দ্র জাদেজাও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। অস্টম উইকেটে হনুমা বিহারী ও ইশান্ত শর্মার মিলে জুটি গড়েন ১১২ রানের। এই সময়ে বিহারী পান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আর অর্ধশতক করেছেন ইশান্তও।
৫৭ রান করা ইশান্তকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন ব্রাথওয়েট। ১১১ রান করা বিহারীকে ফিরিয়েছেন হোল্ডার। শেষ পর্যন্ত ৪১৬ রানে থামে ভারতের ইনিংস। ৭৭ রানে পাঁচ উইকেট নিয়েছেন হোল্ডার।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা