ইপিএলে প্রত্যাশিত জয় লিভারপুল, সিটির
১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৪ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দুই শিরোপা প্রত্যাশী দল লিভারপুল আর ম্যানচেস্টার সিটির জয়রথ ছুটেই চলেছে। লিগে নিজেদের চতুর্থ ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে দু’দলই। বার্নলিকে লিভারপুল হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে, আর সিটিজেনরা ব্রাইটনের বিপক্ষে জিতেছে ৪-০ ব্যবধানে।
লিগের চার ম্যাচের চারটিতেই জিতে শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। অন্যদিকে তিন জয় আর এক ড্র নিয়ে দ্বিতীয় স্থানে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ৪-০ তে জয় পায় সিটিজেনরা। আর অন্যদিকে ইপিএলে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে গোলের অর্ধশতক পূর্ন করা রবের্তো ফিরমিনো আর সাদিও মানের গোলে ৩-০ তে জয় পায় অল রেডসরা।
বার্নলির মাঠে লিভারপুলের জয় নিয়ে সংশয় ছিল না বললেই চলে। তবে ম্যাচ জুড়ে এক মুহূর্তের জন্যও হাল ছাড়েনি বার্নলি। ফরোয়ার্ডদের নিখুঁত ফিনিশিংয়ে সুযোগ কম তৈরি করেও কঠিন ম্যাচও বড় ব্যবধানে জেতা যায়, তাই করে দেখাল মার্সিসাইডের ক্লাবটি। প্রিমিয়ার লিগের শেষ ১৩ ম্যাচের সবক’টিতেই জিতেছে অলরেডরা। তাদের আগে কেবল টটেনহ্যাম হটস্পার্স ১৯৬০ সালে গড়েছিল এই কীর্তি।
আর এবারের মৌসুমে আগুয়েরোর গোল বন্যা যেন থামছেই না। গেল সপ্তাহে বর্নমাউথের বিপক্ষে করেছিলেন জোড়া গোল, ইতিহাদ স্টেডিয়ামে এবার ব্রাইটন অ্যান্ড হভ অ্যালবিওনের বিপক্ষেও করলেন দুই গোল। আগুয়েরোর জোড়া গোল, কেভিন ডি ব্রুইন এবং বার্নার্দো সিলভার এক গোলে ৪-০ ব্যবধানের জয় পায় সিটিজেনরা।
সিটি, লিভারপুল যেখানে বড় ব্যবধানে জয় পেয়েছে একই দিনে স্টামফোর্ড ব্রিজে শেফিল্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল চেলসি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও ড্র করেছে সাউদাম্পটনের বিপক্ষে।
স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ১৯ মিনিটে শেফিল্ডের গোলরক্ষক হেন্ডারসনের ভুলে লিড পায় চেলসি। ৪৩ মিনিটে ট্যামি আব্রাহাম ব্যবধান দ্বিগুণ করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোলে । দুই গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে শেফিল্ড। ৪৬ মিনিটে স্টিভেনসের মাইনাসে চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে পরাস্ত করেন ক্যালাম রবিনসন।
প্রথমার্ধে জোড়া গোল করা আব্রাহাম হ্যাটট্রিক পেতে পারতেন দ্বিতীয়ার্ধেই। কিন্তু ৫৫ মিনিটে অবিশ্বাস্য এক সেভে তাকে খালি হাতে ফিরিয়ে দেন হেন্ডারসন। ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে রবিনসনের ক্রস ক্লিয়ার করতে যেয়ে বল নিজ জালে ঠেলে দেন কার্ট জুমা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ল্যাম্পার্ডের দলকে।
আরও পড়ুন: মেসিকে ছাড়া অসহায় বার্সা এবার করল ড্র
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি লিভারপুল