Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী জেমি


৩০ আগস্ট ২০১৯ ২২:২৯ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১৩:১৮

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দেশের প্রস্তুতির প্রথম পর্ব শেষ হয়ে গেছে আজ। এই সাতদিনে জাতীয় ফুটবল দলের সদস্যদের পারফরম্যান্সে খুশি প্রধান কোচ জেমি ডে। ফুটবলারদের মানসিক ও ফিটনেস নিয়েও কোনও সমস্যা নেই। আত্মতৃপ্তি নিয়েই তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে জামাল ভূঁইয়ারা। এখন অপেক্ষাটা চূড়ান্ত দল প্রকাশের।

দীর্ঘ লিগ শেষের পর এএফসি কাপের ধকল শেষে ক্যাম্পে ১৯ সদস্যের যোগ দিচ্ছেন ঢাকা আবাহনীর সাত ফুটবলার।

বিজ্ঞাপন

সকালে মাঠে অনুশীলন বিকালে জিমন্যাসিয়ামে ঘাম ঝরানোসহ রাতে টিম সেশন এইভাবেই কেটে গেছে সাতদিনের বিশ্বকাপ প্রস্তুতির প্রথম পর্ব। ফুটবলারদের ফিটনেস বা মানসিক সামর্থ্যে কোনও কমতি দেখেননি জেমি। বরং বিশ্বমানের ফিটনেস উপধা দিয়েছেন কোচ। বলছেন, ‘বিশ্বকাপের বাছাইপর্বের মতো বড় জায়গায় যেমন ফিটনেস বা মানসিক অবস্থা থাকা দরকার তার পরিপূর্ণটাই আছে জাতীয় দলের বর্তমান সদস্যদের।

ইতোমধ্যে বিকেএসপিতে ফিটনেস ও মানসিক পরীক্ষা দিয়ে এসেছে জামাল-রবিউল-বিপলুরা। তাদের অবস্থা নিয়ে ‘এ প্লাস’ মার্ক দিয়েছেন জেমি, ‘ফুটবলাররা ভালো প্রস্তুতি নিয়েছে। যা দরকার ছিল সেটাই তারা করেছে। মানসিকভাবেও তারা এখন ভাল অবস্থায় আছে। ম্যাচটা চাপ হিসেবে না নিয়ে ইনজয় করতে তারা প্রস্তুত।’

আফগান বধে আত্মবিশ্বাসে ম্যাচের কৌশল ও প্রতিপক্ষ দলের দুর্বলতা নিয়েও সচেতন জেমি, ‘আমরা আফগানিস্তানকে ভালভাবে গবেষণা করেছি। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি। সেটা অচিরেই মাঠে ইমপ্লিমেন্ট করার কাজ করবো। তারা র‌্যাঙ্কিং বা শক্তিতে আমাদের থেকে এগিয়ে। তাই আমাদের প্রস্তুতিটা সেভাবেই নিতে চাই। আশা করছি ভাল কিছুই হবে।’

বিজ্ঞাপন

এদিকে টানা লিগের পর এএফসির ধকল নেয়া ঢাকা আবাহনীর সাত ফুটবলার জাতীয় দলে ফিরছেন শনিবার। তবে, ধকল সাড়তে দু’দিন সময় দিচ্ছেন কোচ, ‘ওরা অনেক জার্নি করে ফেলেছে। তাই তাদের দু’দিন অন্তত দেয়া হবে। তারপরেই আবার প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবে।’

শক্তিশালী আফগানদের (১৪৯) বিপক্ষে বাংলাদেশের (১৮২) কৌশলটা এবারও রক্ষণাত্মকসহ প্রতি-আক্রমণের হবে সেটা দলে ফুটবলারদের অবস্থান দেখে কিছুটা আঁচ করা যায়। প্রাথমিক দলে ৯জন ডিফেন্ডার রাখা হয়েছে। চূড়ান্ত দলে দুয়েকজন কমতে পারে। তবে দলের প্রত্যেক পজিশনকেই গুরুত্ব দিয়ে ১০ সেপ্টেম্বরের ম্যাচে মুখোমুখি হতে চায় জেমি,‘দলের সব পজিশনে ভালো প্রস্তুতি নেয়া হচ্ছে। সব পজিশনের সেরা ফুটবলারদের সমন্বয় করার দায়িত্বের চ্যালেঞ্জ আমাদের।’

চূড়ান্ত দল নিয়ে আগামী ১ সেপ্টেম্বর সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। ওইদিন বিকালেই দেশটিতে পৌঁছে আটলাস হোটেলে উঠবে দল। ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ মিশন।

আফগানিস্তান জেমি ডে বিশ্বকাপ প্রস্তুতি

বিজ্ঞাপন

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর