Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল


৩০ আগস্ট ২০১৯ ১১:০১ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৩:০৪

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র সিরিজের টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানের নেতৃত্বে আফগান দলের সদস্যরা।

ভ্রমণ বিরতির পর সকালে সফরকারীদের বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে নভোয়ার এয়ারলাইন্সযোগে চট্টগ্রামের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম পৌঁছে একদিনের বিশ্রাম ও হালকা অনুশীলন শেষে ১-২ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে আফগানরা। এরপর ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।

এদিকে, বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজের সূচি

৫-৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

১১ সেপ্টেম্বর: বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে টি-টুয়েন্টি প্র্যাকটিস ম্যাচ

১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৪ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

বিজ্ঞাপন

১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২৪ সেপ্টেম্বর: ফাইনাল (টি-টুয়েন্টি সিরিজ)

আফগানিস্তান ক্রিকেট দল টপ নিউজ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর