Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচদের উড়িয়ে দিল টাইগ্রেসরা


২৯ আগস্ট ২০১৯ ১৯:৫২

একেই বলে স্রেফ উড়িয়ে দেওয়া। নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলকে ৮১ বল বাকি থাকতেই ১০ উইকেটের ব্যবধানে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে, টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক দলটি ১৬.৫ ওভারে সাকুল্যে সংগ্রহ করেছিল ৫১ রান। ৫২ রানের লক্ষ্য সালমারা বিনা উইকেটে ছুঁয়ে ফেলেছে ৬.৩ ওভারেই!

ডাচ নারী দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯ রান। যা এসেছে ওপেনার স্টেয়ার ক্যালিসের ব্যাট থেকে। এছাড়া দলের আর কেউই ব্যক্তিগত ৭ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। তাতে সবক’টি উইকেটের বিনিময়ে স্বাগতিক দলটির সংগ্রহ দাঁড়ায় ৫১ রান।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে বল হাতে শায়লা শারমিন, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন ২টি করে এবং সালমা খাতুন ও জাহানারা আলম নিয়েছেন ১টি করে উইকেট।

জয়ের জন্য ৫২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে সানজিদা ইসলামে ২৭ বলের ২৪ ও আয়েশা রহমান শুকতারার ১৩ বলে ১৮ রানে ভর করে বিনা উইকেটে ৫৩ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর ফেলে সালমা ও তার দল।

নেদারল্যান্ডস বাংলাদেশ নারী দল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর