Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আনক্যাপড’ সাক্সেনার অন্যরকম মাইলফলক


২৯ আগস্ট ২০১৯ ১৫:০৯

ভারতের মধ্যপ্রদেশের ৩৩ ছুঁইছুঁই অলরাউন্ডার জালাজ সাক্সেনা অন্যরকম এক মাইলফলকে নাম লিখিয়েছেন। জাতীয় দলে এখনও কোনো ম্যাচ না খেলা ডানহাতি এই ব্যাটসম্যান প্রথমশ্রেণির ম্যাচে ৬ হাজারের বেশি রান আর অফব্রেকে ৩০০ প্লাস উইকেটের মালিক হয়েছেন।

এই কীর্তিতে এর আগে নাম লিখিয়েছেন ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেব, কিংবদন্তি লালা অমরনাথ আর সাবেক গ্রেট পল্লী উমরিনগান।

দুলীয় ট্রফিতে মুখোমুখি হয় ইন্ডিয়া ব্লু আর ইন্ডিয়া রেড। সেখানে ইন্ডিয়া ব্লুর জার্সিতে দুই ইনিংসে ৭ উইকেট নেন সাক্সেনা। তাতে তার উইকেটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৫টি। জাতীয় দলের জার্সিতে কখনো খেলার সুযোগ না পাওয়া কেরালার এই অলরাউন্ডার প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন ১১৩টি। ১৮০ ইনিংসে ব্যাট হাতে করেছেন ৬০৪৪ রান। যেখানে তার দখলে আছে ১৪টি সেঞ্চুরি আর ৩০টি ফিফটি। ব্যাটিং গড় ৩৭.৩০।

কপিল দেব তার ক্যারিয়ারে ২৭৫টি প্রথমশ্রেণির ম্যাচের ৩৮৪ ইনিংসে করেন ১১৩৫৬ রান, যেখানে তার সেঞ্চুরির সংখ্যা ১৮টি। বল হাতে সাবেক এই বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক নিয়েছেন ৮৩৫টি উইকেট। জাতীয় দলের হয়ে কপিল টেস্ট খেলেছেন ১৩১টি, ওয়ানডে খেলেছেন ২২৫টি। লালা অমরনাথ জাতীয় দলের হয়ে ২৪টি টেস্ট খেললেও ওয়ানডে খেলার সুযোগ পাননি। প্রথমশ্রেণির ১৮৬ ম্যাচের ২৮৬ ইনিংসে করেছেন ১০৪২৬ রান, যেখানে সেঞ্চুরির সংখ্যা ৩১টি। আর বল হাতে উইকেট নিয়েছেন ৪৬৩টি। এদিকে, ভারতের হয়ে ৫৯টি টেস্ট খেললেও ওয়ানডে খেলা হয়নি উমরিনগানের। প্রথমশ্রেণির ২৪৩ ম্যাচের ৩৫০ ইনিংসে ৪৯টি সেঞ্চুরিতে করেছেন ১৬১৫৫ রান আর বল হাতে নিয়েছেন ৩২৫টি উইকেট।

বিজ্ঞাপন

গত বছর আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে ছিলেন সাক্সেনা। তাকে ২০ লাখ ভারতীয় রূপিতে কিনেছিল দিল্লির দলটি। তার আগে খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। এছাড়া, আরও দুটি দলে খেলেছিলেন এই অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে দেখা গেছে তাকে। আরও একটি রেকর্ডের কারণে সাক্সেনাকে এগিয়ে রাখা যায়। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি নিয়েছিলেন আটটি উইকেট। তাও আবার একটি ম্যাচে না, দুটি ম্যাচে এই কীর্তি দেখিয়েছিলেন সাক্সেনা।

আনক্যাপড জালাজ সাক্সেনা প্রথমশ্রেণির ম্যাচ মাইলফলক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর