Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেনাল্টি? ইউনাইটেডের কে আসবেন এগিয়ে?


২৯ আগস্ট ২০১৯ ১৪:৩০

পল পগবার হেয়ালিপনার খেসারত দিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রেড ডেভিলসরা। মার্কাস র‍্যাশফোর্ডের বদলে পগবা পেনাল্টি নিলেও সেখান থেকে স্কোর করতে পারেননি। ফলে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ওলে সুলশারের শিষ্যদের।

লিগের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন র‍্যাশফোর্ড। উলভারহ্যাম্পটনের বিপক্ষে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে তারই শট নেওয়ার কথা ছিল। কিন্তু আগ বাড়িয়ে ফরাসি তারকা পগবা পেনাল্টি শট নেন। পেনাল্টি নেওয়া নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে তাকে। যদিও ডেইলি সান বলছে, শেষ পর্যন্ত ইউনাইটেড কোচ সুলশার সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে দলের সবকটি পেনাল্টি নেবেন র‍্যাশফোর্ডই।

বিজ্ঞাপন

ইউনাইটেড কোচ আরও জানান, একটা ম্যাচের সময় মাঠে আপনাকে আত্মবিশ্বাসী থাকতেই হবে। কিছু কিছু সময় সেটা তলানিতে থাকে। ওই দিনটি হয়তো আমাদের ছিল না। বিশেষ করে আমার জন্য বাজে একটা দিন গেছে। তারপরও আমি বলব খেলোয়াড়দের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই। তাদের সঙ্গে আগের মতোই কথা বলছি, হাঁটছি, অনেক কিছু শেয়ার করছি। ওরা নিজেরাও বেশ চনমনে।

ইংলিশ প্রিমিয়ার লিগে পগবা পেনাল্টি শট নিয়েছেন ১১টি, সেখান থেকে স্কোর করেছেন ৭টি। র‍্যাশফোর্ড লিগের ম্যাচে ২টি পেনাল্টি থেকে স্কোর করেছেন একটিতে। ৮টি পেনাল্টি শট থেকে অ্যাশলে ইয়ং স্কোর করেছেন ৫টিতে। জেসে লিনগার্ড একটি শট নিয়ে একটিতেই সফল হয়েছেন। হুয়ান মাতা ২টি পেনাল্টি শট থেকে দুবারই স্কোর করেছেন।

বিজ্ঞাপন

সুলশার আরও জানান, পগবা আর র‍্যাশফোর্ড সবসময়ই মাঠে আত্মবিশ্বাসী থাকে। তারা দুজনই ভালো পেনাল্টি টেকার। আমার ক্ষেত্রেও কিছু সময় পেনাল্টি মিসের ঘটনা ঘটেছে। যখন আমি নরওয়েতে খেলেছি। এটা ফুটবলের অংশ। পগবা আর র‍্যাশফোর্ডের নাম বারবার উচ্চারিত হচ্ছে। পগবা আমাদের বেশ কয়েকবার পেনাল্টি থেকে এগিয়ে নিয়েছে। আর র‍্যাশফোর্ডের সঙ্গে তার কোনো বিরোধ নেই।

ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে পেনাল্টি থেকে শতভাগ সাফল্য পেয়েছেন হুয়ান মাতা, লিনগার্ড। এক্ষেত্রে পগবার সাফল্য ৬৪ শতাংশ, ইয়ংয়ের ৬৩ শতাংশ আর র‍্যাশফোর্ডের ৫০ শতাংশ। এখন দেখার বিষয় ইউনাইটেডের পরের পেনাল্টি শটে কে থাকবেন বলের পেছনে।

** নেইমার নয়, জিদানের আগ্রহ পগবায়

ইউনাইটেড পল পগবা পেনাল্টি র‌্যাশফোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর