Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনের সামনে অশ্বিন, জাদেজা, ইশান্ত শর্মা


২৯ আগস্ট ২০১৯ ১২:৪৩

দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফরকারীরা প্রথম টেস্টেও বড় জয় তুলে নিয়েছে। সফরের শেষ টেস্ট ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বিরাট কোহলির দল। জ্যামাইকা টেস্টের আগে ব্যক্তিগত কিছু মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা আর ইশান্ত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি অশ্বিনের। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইলে টিম ইন্ডিয়া একাদশে রাখতে পারে অশ্বিনকে। সেই সম্ভাবনা ক্ষীণ হলেও একাদশে সুযোগ পেলে অশ্বিন ছুঁয়ে ফেলতে পারেন কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরলিধরনকে।

বিজ্ঞাপন

৬৫টি টেস্টে অশ্বিন এখনও পর্যন্ত ৩৪২টি উইকেট নিয়েছেন। আর ৮টি উইকেট নিলে তার উইকেট বেড়ে দাঁড়াবে ৩৫০টি। ব্যক্তিগত এই মাইলস্টোনে পৌঁছালে দ্রুততম বোলার হিসেবে অশ্বিন ৩৫০ টেস্ট উইকেটের মালিক হবে। যুগ্মভাবে একটা রেকর্ডে মুরালির সঙ্গে ভাগ বসাবেন তিনি। মুরালি ৬৬টি টেস্টে ৩৫০ উইকেট দখল করেছিলেন।

এদিকে, ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জ্যামাইকা টেস্টে অন্তত ৬টি উইকেট নিতে পারলে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। সেক্ষেত্রে দশম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট ক্লাবের সদস্য হবেন জাদেজা। আবার অশ্বিনের পর তিনিই হবেন ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন করার মালিক।

ওদিকে, ব্যক্তিগত একটা রেকর্ডের দিকে তাকিয়ে আছেন পেসার ইশান্ত শর্মা। আর মাত্র একটি উইকেট পেলেই সাবেক গ্রেট কপিল দেবকে টপকে যাবেন তিনি। এশিয়ার বাইরে টেস্ট ম্যাচে ভারতীয় বোলার হিসেবে অনীল কুম্বলে ৫০ ম্যাচের ৯২ ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ২০০ উইকেট। এই তালিকায় দুইয়ে আছেন ৪৫ ম্যাচের ৭৭ ইনিংসে ১৫৫ উইকেট নেওয়া কপিল দেব। ইশান্ত শর্মা ৪৫ ম্যাচের ৭৯ ইনিংসে নিয়েছেন কপিলের সমান ১৫৫ উইকেট। আর মাত্র একটি উইকেট নিলে তিনি এককভাবে এই তালিকায় দুই নম্বরে জায়গা করে নেবেন।

বিজ্ঞাপন

অশ্বিন ইশান্ত শর্মা জাদেজা মাইলফলক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর