Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি, ইউনাইটেড, লিভারপুলের প্রতিপক্ষ যারা


২৯ আগস্ট ২০১৯ ১২:১১

লিগ কাপ বা কারাবাও কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ দ্বিতীয় স্তরের দল প্রেস্টন নর্থ এন্ড। আর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ রোশডালে। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন লিভারপুল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মিলটন কেনেস ডনসকে। ম্যাচগুলো শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রথম ম্যাচে প্রেস্টনের মাঠে আতিথ্য নেবে সিটিজেনরা। লিগ ওয়ানের দল রোশডালেকে আতিথ্য জানাবে ইউনাইটেড। ডনসের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামবে লিভারপুল। এদিকে, পোর্টসমাউথের মাঠে খেলতে নামবে সাউদাম্পটন।

বিজ্ঞাপন

গত আসরের রানার্স আপ চেলসিকে খেলতে হবে গ্রিমসবি অথবা ম্যাকক্লেসিফল্ডের বিপক্ষে। লিগ টু এর দল কোলচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলবে টটেনহ্যাম। নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য দেবে আর্সেনাল।

এদিকে, টুর্নামেন্টে টিকে থাকাদের মধ্যে আরও আছে এভারটন, সোয়ানসি সিটি, ওয়াটফোর্ড, অ্যাস্টন ভিয়া, ব্রাইটন, সান্দারল্যান্ড, বোর্নমাউথ, লিচেস্টার, স্টোকসিটির মতো ক্লাবগুলো।

ইউনাইটেড লিগ কাপ লিভারপুল সিটি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর