Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর ঘোষণা করলেন অজান্তা মেন্ডিস


২৮ আগস্ট ২০১৯ ১৯:৩৮

শ্রীলঙ্কার রহস্যময় স্পিনার অজান্তা মেন্ডিস অবসর ঘোষণা করেছেন। ৩৪ বছর বয়সে ৭০টি টেস্ট উইকেট, ১৫২টি ওডিআই উইকেট আর ৬৬টি টি-টোয়েন্টি উইকেট নেওয়ার পর বুধবার (২৮ আগস্ট ২০১৯) অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার।

অজান্তা মেন্ডিসের ২০০৮ সালে লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। আর ক্রিকেটে শেষবার লঙ্কানদের হয়ে মাঠে দেখা গেছে ২০১৫ সালে। অভিষেকের পর তিনি রহস্যময় স্পিনার হিসেবেই বেশি পরিচিত ছিলেন ক্রিকেট বিশ্বে।

বিজ্ঞাপন

২০০৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওডিআই ক্রিকেটে অভিষেক ঘটে এই ক্রিকেটারের। আর অভিষেক ম্যাচেই মাত্র ১৩ রানে ৬ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে জানান দেন তিনি এসেছেন। এরপর ভারতের বিপক্ষেই টেস্টেও অভিষেক ঘটে মেন্ডিসের। সেবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২৮টি উইকেট নিয়েছিলেন তিনি।

একমাত্র বোলার হিসেবে দুইবার টি-টোয়েন্টিতে এক ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৯ আর ২০১২ সালেও মেন্ডিসকে শ্রীলঙ্কার সেরা স্পিনার হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে সময়ের সাথে সাথে ব্যাটসম্যানরা তার বল পড়তে শুর করলেন। আর তার রহস্যের উদ্ঘাটন করতে সফল হলেন। সেই সাথে মেন্ডিসের পারফরম্যান্স গ্রাফেরও মান নিচের দিকে নামতে শুরু করে।

লঙ্কানদের হয়ে ১৯ টেস্ট, ৮৭টি ওয়ান ডে আর ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে অবসরের ঘোষণা দিলেন এই রহস্যময় স্পিনার।

আরও পড়ুন: তিনের মিশেলে শেষ হলে কন্ডিশনিং ক্যাম্প

অজান্তা মেন্ডিস অবসর গ্রহণ অবসরের ঘোষণা শ্রীলঙ্কান ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর