টানা দুই জয়ের পর প্রথম হার বাংলাদেশের
২৭ আগস্ট ২০১৯ ১৭:৪২ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৭:৪৩
ঢাকা: ভারতে চলতি সাফে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটান ও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম হার দেখলো আজ। বৃষ্টিভেজা কল্যাণী স্টেডিয়ামে বড় ব্যবধানে হেরেছে রাকিব-আল আমিনরা। এতে সাফের ফাইনালে ওঠা একটু কঠিন হয়ে গেলো কিশোরদের।
ভারতের কল্যাণী স্টেডিয়ামে নেপালের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ ব্যবধানে উড়িয়ে সাফ মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে আত্মবিশ্বাস আরও চাঙা করে লাল-সবুজ জার্সিধারীরা।
অবশ্য তৃতীয় ম্যাচেই ভারতে কাছে উড়ে যাওয়া নেপালের বিপক্ষে বৃষ্টিভেজা মাঠে লড়তে ব্যর্থ হয় রাকিব-আল আমিনরা। আজ যেন সেই ম্যাজিক খুঁজে পায়নি দেশের ফুটবলাররা।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ইয়াদাভের গোলে লিড নেয় নেপাল। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে নেপাল। এরপর অবশ্য বাদশা মিয়ার গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ। সেই প্রতিরোধ বেশিক্ষণ ধরে রাখতে পারে রাকিবরা। তার মাশুল গুনতে হয় আরও দুটি গোল হজম করে। ৪-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ হারে সাফের ফাইনালে যাওয়া কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য। ফাইনালে যেতে হলে ২৯ আগস্ট শেষ ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। টেবিলের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ৩১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে।