Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিনটি বাংলাদেশের


২৭ আগস্ট ২০১৯ ১৭:২১

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের চার দিনের প্রথম ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে রেখেছে স্বাগতিকরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

অধিনায়ক নিজেই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন, ফিফটির দেখা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। দিন শেষে ৮৮ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের যুবারা তুলেছে ২৩৩ রান।

বিজ্ঞাপন

জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা ওপেনার সাইফ হাসান ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন। রানআউট হওয়ার আগে তিনটি চারের সাহায্যে ৯৪ বলে এই অতি রক্ষণাত্মক ইনিংসটি সাজান সাইফ। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ৯ রানে ফেরেন। তিন নম্বরে নামা দলপতি শান্ত ১২৪ রানে অপরাজিত আছেন। তার ২৪৯ বলে সাজানো ইনিংসে আছে ১২টি চার আর একটি ছক্কা। জাকির হাসান ৪৩ বলে ৯ রান করে অপরাজিত আছেন।

এর মাঝে ইয়াসির আলি ৩০ বলে ৪ রান করে সাজঘরের পথ ধরেন। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈম, ৮১ রানে সাইফ হাসান আর ৯৫ রানে ইয়াসির আলি বিদায় নেন। আফিফ হোসেন দলীয় ১৯৪ রানের মাথায় বিদায় নেন। তার আগে ১০৮ বলে সাতটি বাউন্ডারিতে আফিফ করেন ৫৪ রান।

টাইগার ইমার্জিং দলের সদস্যরা হলেন সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি, আফিফ হোসেন, জাকির হাসান, মহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), তানভির ইসলাম, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত এবং শফিকুল ইসলাম।

এর আগে অবশ্য শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে। ৭ সেপ্টেম্বর সফর শেষে ফিরে যাবে লঙ্কানরা।

বিজ্ঞাপন

নাজমুল শান্ত বাংলাদেশ ইমার্জিং দল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর