পেসারদের নিয়ে বিসিবির বাড়তি ভাবনা
২৬ আগস্ট ২০১৯ ১৮:১৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৮:৩৪
হালে সাদা পোশাকে দেশের মাটিতে একজন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। কোনো ম্যাচে আবার পেসার না খেলানোর সাহসও দেখিয়েছে (গেল বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে)! সেটা অবশ্য কৌশলগত কারণেই। স্পিন স্বর্গ বলেই পেসারদের প্রয়োজনীয়তা টিম ম্যানেজমেন্ট বোধ করেনি। কিন্তু উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচ খেলতে গেলে পেসার ছাড়া মুশকিল! সবশেষ নিউজিল্যান্ড সিরিজেও পেসারদের ঘাটতি ছিল।
কিন্তু এভাবে আর কত দিন? টেস্ট মর্যাদার ১৯ বছরেও কেন বোলিংয়ের এই বিভাগটিতে ধুঁকছে টাইগাররা? নিশ্চয়ই বিষয়টি ভাবনার। বহু দিনের পুঞ্জিভূত সেই ভাবনাটি আরো মাথা চাড়া দিয়ে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ায়। কেননা ৯ দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি দেশকে ছ’টি করে সিরিজ খেলতে হবে লিগ পর্বে। দু’বছরের এই সময়ে প্রত্যেকটি টিমই নিজেদের পছন্দের দলের বিরুদ্ধে ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ (তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে) খেলবে। যার অধিকাংশই দেশের বাইরে। সঙ্গত কারণেই পেস বোলারদের নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। তাদের উন্নয়নে ইতোমধ্যে নতুন পেস বোলিং কোচের সঙ্গে টাইগার টিম ম্যানেজমেন্টর বিস্তর আলোচনা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যমকে একথা জানালেন জিাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘পেস বোলিং নিয়ে তো চিন্তা করতেই হবে। আমরা যদি অ্যাওতে ম্যাচ জিততে চাই পেস বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই দেখেছি যে দেশের মাটিতে তেমন সমস্যা হয় না। স্পিনাররা ভালো করে, কিন্তু আমরা যখন দেশের বাইরে যাই তখন পেস বোলারদের খুব দরকার হয়। সেটা কোচ (ল্যাঙ্গাভেল্ট) ভালো করেই জানে। সেটা নিয়ে আলোচনা করলাম, ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।’
ব্যাটিং অমানিষা কাটিয়ে উঠতে ছুটিতে থাকায় আসন্ন আফগানিস্তান সিরিজে পাওয়া যাচ্ছে না ওপেনার তামিম ইকবালকে। তাহলে সাদমান ইসলাম অনীকের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন কে করবেন? সিরিজের প্রাক্কালে প্রশ্নটি ওঠা অমূলক নয়। না, সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে কারও নাম জানাতে পারেননি এই টাইগার নির্বাচক।
তবে, হাবিবুল বাশার ইঙ্গিত দিলেন নতুন জুটির, ‘আমদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল এই সিরিজে খেলছে না। তামিমতো আমাদের হয়ে অনেক দিন হলো ওপেন করেছে। সবচেয়ে বেশি অভিজ্ঞ ও প্রমাণিত সে। ওপেনার সাদমান ইসলামকে খেলিয়েছি, সে ভালো করেছে। সাথে এখনও কিন্তু আমরা সিদ্ধান্ত নেইনি যে পুরাতন কাউকে দেখবো, নাকি একদম নতুন কাউকে চেষ্টা করবো। নতুন একটা ওপেনিং জুটি শুরু করবো ভবিষ্যতের কথা চিন্তা করে। এটা নিয়ে আসলে আলোচনা চলছে।’
রশিদ খানদের বিপক্ষে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টকে সামনে রেখে দু’এক দিনের মধ্যেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। দলটি হবে ১৪ সদস্যের। তবে এর বাইরেও জন দুয়েক টাইগার সদস্য দলে রাখার ইঙ্গিত দিলেন হাবিবুল বাশার, ‘যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ, ১৪ জনেরই দল দেওয়ার কথা। যেহেতু এখন কোনো খেলা নেই, সেহেতু একজন কিংবা দুইজন যোগ করতে পারি। সেক্ষেত্রে একজনের সাথে দুই জন অন্তর্ভুক্ত করতে পারি স্কোয়াডে। এখনো চূড়ান্ত করিনি। পনেরো জনেরও হতে পারে, দল ষোলো জনেরও হতে পারে।’