Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান বোর্ডের ৪৩ কর্মী ছাঁটাই


২৬ আগস্ট ২০১৯ ১৬:৪৬

অদক্ষ কর্মীদের আর ধরে রাখতে চাইছে না আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ সফরে রশিদ খান, মোহাম্মদ নবীদের আসার আগে বাজেট ঘাটতির কারণ দেখিয়ে ৪৩ জন কর্মীকে ছাঁটাই করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বোর্ডের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

বোর্ডের হিউম্যান রিসোর্চ ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, যে ৪৩ কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাদের চলতি মাসের বেতন দেওয়া হবে। তবে বাজেটের চরম ঘাটতি থাকায় অক্টোবর থেকে অদক্ষ এই ৪৩ কর্মীকে রাখা হবে না। যারা বোর্ডের জন্য পুরোপুরিই অপ্রয়োজনীয়।

বিজ্ঞাপন

বোর্ডের হিউম্যান রিসোর্চ ডিপার্টমেন্ট এর প্রধান জিয়া উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, যে ৪৩ কর্মীকে আমরা ছাঁটাইয়ের তালিকায় রেখেছি তারা পরের মাসের বেতন পাবেন, এটা নিশ্চিত। তাদের পেছনে প্রতি মাসে আমাদের প্রায় এক মিলিয়ন আফগানি (আফগানিস্তানের মুদ্রা) খরচ হয়। তাদের পেছনে এই অর্থ খরচ না করে বোর্ডের প্রযুক্তিগত ও গঠনমূলক কাজে ব্যয় করা হবে। যার ফলশ্রুতিতে বড় ধরনের পরিবর্তন আসবে আফগান ক্রিকেট বোর্ডে। এছাড়া, দক্ষদের চুক্তির ব্যাপারেও আলোচনা চলছে, যা একটি সক্রিয় ক্রিকেট বোর্ড গঠনে সহায়তা করবে।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে অংশ নিতে ৩০ আগস্ট ঢাকায় পৌঁছাবে আফগানিস্তান দল। ১ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে আফগানরা। পরে বাংলাদেশ-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে রশিদ খানের দলটি।

বিজ্ঞাপন

আফগানিস্তান কর্মী ছাঁটাই ক্রিকেট বোর্ড বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর