Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার না ফিরলেও জয়ে ফিরেছে পিএসজি


২৬ আগস্ট ২০১৯ ০৪:০০

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠ প্রাক দে প্রিন্সে টলুজকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। সুস্থ থাকার পরেও এই ম্যাচেও দলে ছিলেন না নেইমার।

লিগের দ্বিতীয় ম্যাচে রেনের কাছে হেরে পয়েন্ট খুয়িয়েছিল পিএসজি। সে ম্যাচেও ছিলেন না নেইমার। আর তাতেই গুঞ্জন আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে ক্লাব ছাড়ছেন নেইমি। তবে গুঞ্জন যে পুরোপুরি গুঞ্জন নয় তা এই ম্যাচেই পরিষ্কার করে দিলেন পিএসজি কোচ থমাস তুখেল। আগেই সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন নেইমারের বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত দলের সাথে খেলবেন না। আর এই ম্যাচ তাই সুস্থ থাকা স্বত্বেও দলে ডাক পাননি তিনি।

বিজ্ঞাপন

তবে নেইমারকে ছাড়ায় বেশ সহজেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপে গোল না পেলেও টলুজের জালে এক হালি গোল দিয়েছে তারা। আর আর্জেন্টাইন তারকা ডি মারিয়া পেনাল্টি মিস না করলে অবশ্য গোল ব্যবধান আরও বেশিও হতে পারত।

পা মচকে ম্যাচের মাত্র ১৪ মিনিটেই মাঠ ছাড়েন এডিসন কাভানি, আর ম্যাড়মেড়ে খেলে তাই প্রথমার্ধে গোল শূণ্য থাকে পিএসজি। জয়ে ফিরতে মরিয়া এমবাপে-ডি মারিয়ারা তখন। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের মাত্র ৫ মিনিটেই ডেডলক ভাঙেন কাভানির বদলি হিসেবে মাঠে নামা এরিক ম্যাক্সিম মোটিং। আর প্রথম গোলের আরও পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলে পিএসজির লিড দ্বিগুণ করে দেন টলুজ ডিফেন্ডার ম্যাথিউ গঙ্কাল্ভাস।

ম্যাচের ৭১ মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি। তবে ডি মারিয়া পেনাল্টি মিস করলে হাতছাড়া হয় সে সুযোগ। তবে ৭৫ মিনিটে মোটিং সুযোগ পেয়ে হাতছাড়া করেননি। দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮৩ মিনিটে মার্কুইনসের গোলে এসিস্ট করে নিজের ভুলে কিছুটা প্রলেপ লাগান ডি মারিয়া। আর পিএসজি এগিয়ে যায় ৪-০ গোলে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৪ গোলে এগিয়ে থেকেই ম্যাচ জিতে নেয় পিএসজি। তিন ম্যাচের দুটি জয় আর একটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পিএসজি। আর তিন ম্যাচে তিন জয় নিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষে অবস্থান করছে ফ্রেঞ্চ লিগ কাপ চ্যাম্পিয়ন রেনে।

আরও পড়ুন: মেসিহীন বার্সাকে জেতালেন গ্রিজমান

কিলিয়ান এমবাপে নেইমার জুনিয়র পিএসজি পিএসজি-টলুজ ফ্রেঞ্চ লিগ ওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর