Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মৌসুমের প্রথম জয় চেলসির


২৪ আগস্ট ২০১৯ ২১:৩৬

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পেল চেলসি। ট্যামি আব্রাহামের জোড়া গোলে নরউইচ সিটিকে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। দলের দায়িত্ব নিয়ে ইংলিশ লিগের প্রথম জয়ের দেখা পেল ব্লুজরা।

শনিবার (২৪ আগস্ট) প্রতিপক্ষের মাঠে আতিথ্য নিয়ে ৩-২ গোলে জিতেছে চেলসি। তিন ম্যাচে একটি করে জয়, পরাজয় আর ড্রতে চেলসির পয়েন্ট ৪।

ম্যাচের তৃতীয় মিনিটে চেলসিকে লিড পাইয়ে দেন আব্রাহাম। গোলের যোগানদাতা সিজার আসপিলিকুয়েতা। তবে, তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে নরউইচ সিটি। স্বাগতিকদের হয়ে লক্ষ্যভেদ করেন টড ক্যান্টওয়েল (১-১)। ১৭তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন ম্যাসন মাউন্ট (২-১)। ৩০তম মিনিটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান নরিচের ফিনিশ স্ট্রাইকার তেমু পুক্কি (২-২)। চলতি লিগে পুক্কির এটি পঞ্চম গোল।

৬৮তম মিনিটে ২১ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসি নরউইচ সিটি

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর