পেসারদের পর ল্যাথামের সেঞ্চুরিতে স্বস্তিতে কিউইরা
২৪ আগস্ট ২০১৯ ১৯:৫৯
কলম্বো টেস্টে বল হাতে নিউজিল্যান্ড পেসার টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের দারুণ পারফর্মের পর ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার টম ল্যাথাম। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার থেকে এখনও ৪৮ রানে পিছিয়ে থাকলেও কিউইদের স্বস্তিতে রেখেছে হাতে থাকা ৬ উইকেট।
প্রথম ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে, ৬২ ওভার ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে কিউইরা তুলেছে ১৯৬ রান। সেঞ্চুরি করে অপরাজিত আছেন টম ল্যাথাম। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি।
এর আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান ওপেনার এবং দলপতি দিমুথ করুনারত্নে ৬৫ রান করেন। ৩২ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ধনাঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি হাঁকান। তার ১৪৮ বলে সাজানো ইনিংসে ছিল ১৬টি চার আর দুটি ছক্কার মার।
কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২২.২ ওভারে ৭৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। টিম সাউদি ২৯ ওভারে ৬৩ রান খরচায় পান চারটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন কলিন ডি গ্রান্ডহোম, সমারভিলে এবং আইজাজ প্যাটেল।
নিজেদের ব্যাটিং ইনিংসে নেমে কিউই ওপেনার জীত রাভাল কোনো রান না করেই ফেরেন। আরেক ওপেনার টম ল্যাথাম ১১১ রানে অপরাজিত থাকেন। দিন শেষে তার ১৮৪ বলে সাজানো ইনিংসে ছিল দশটি বাউন্ডারির মার। দলপতি কেন উইলিয়ামসন ২০, রস টেইলর ২৩, হেনরি নিকোলস ১৫ রানে বিদায় নেন। দিন শেষে ২৫ রানে অপরাজিত বিজে ওয়াটলিং।
লঙ্কানদের হয়ে ২৫ ওভারে ৭৬ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। লাহিরু কুমারা আর লাসিথ এমবুলদেনিয়া একটি করে উইকেট পান।