Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লম্বা ছুটি শেষে ক্যাম্পে সাকিব


২৪ আগস্ট ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৫:৫০

বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর আর মাঠে নামেননি সাকিব আল হাসান। ছুটি নিয়ে শ্রীলঙ্কা সফরে যাননি। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ আর ত্রিদেশীয় সিরিজের জন্য গত ১৯ আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও সাকিব ছিলেন না। ছুটি শেষে শনিবার (২৪ আগস্ট) দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব।

এর মধ্যে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট এবং ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার আগেই ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের অধীনে ২৪ ক্রিকেটার কন্ডিশনিং ক্যাম্প শুরু করেন।

বিজ্ঞাপন

সেখানে ছিলেন না সাকিব। জানা যায়, ছুটি নিয়ে পবিত্র হজ পালন করতে যান সাকিব। সেখান থেকে ফিরে কদিন দেশে কাটিয়ে পরিবারকে সময় দিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গতকাল রাতে ফিরে আজ আজ কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প প্রায় শেষের দিকে। এবার শুরু হবে স্কিল অনুশীলন। যা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। এরপর নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ৩০ ও ৩১ আগস্ট দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যাম্পে থাকা টাইগাররা।

টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি:
৫-৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
১১ সেপ্টেম্বর: বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে, টি-টোয়েন্টি প্রাকটিস ম্যাচ
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৪ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৪ সেপ্টেম্বর: ফাইনাল (টি-টোয়েন্টি সিরিজ)

বিজ্ঞাপন

** সাকিবকে ছাড়া সব কিছুই কঠিন: তাইজুল

কন্ডিশনিং ক্যাম্প টাইগার ত্রিদেশীয় সিরিজ সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর