Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলিদের নতুন ব্যাটিং কোচ রাঠৌর


২৩ আগস্ট ২০১৯ ১৩:৪৬

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিত ভাবে সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকেই গুঞ্জন রদবদল দেখা যাবে ভারতীয় কোচিং স্টাফে। প্রথম ধাপে প্রধান কোচ হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে। তবে বরখাস্ত করা হয়েছে বর্তমান ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। তার জায়গায় কোহলিদের ব্যাটিং গুরু হিসেবে দায়িত্ব পেয়েছেন বিক্রম রাঠৌর।

ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি দিন খেলেননি রাঠৌর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন মাত্র ৬টি টেস্ট আর ৭টি ওয়ানডে ম্যাচে। তবে কোচ নির্বাচনের ক্ষেত্রে খেলোয়াড়ি জীবনে কে কতটা সফল ছিল সেদিকে নজর দেওয়া হয়না। নজর পড়ে পরামর্শক হিসেবে সে কেমন করবে। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার দিক থেকে রাঠৌরের থেকে এগিয়ে ছিলেন না সঞ্জন বাঙ্গারও।

বিজ্ঞাপন

২০১৪ সাল থেকে পাঁচ বছর ধরে তিনিই ছিলেন কোহলিদের ব্যাটিং কোচ। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় ব্যাটসম্যানদের বাজে ফর্মের দায় বর্তেছে বাঙ্গারের ওপরেই। আর তাই তো তার ওপর বেশ নাখোশ ছিল বিসিসিআই।

ওয়ান ডে’তে চার নম্বর পজিশনের ব্যাটসম্যান নিয়ে নাকি অহেতুক নানান পরীক্ষা চালিয়েছেন তিনি। নির্দিষ্ট কাউকেই বেছে নিতে পারেননি তিনি। আর সেই চার নম্বর পজিশনের কারণেই বিশ্বকাপে বেশ ভুগেছে ভারত।

ভারতীয় কোচ নির্বাচকমণ্ডলীদের পছন্দের তালিকা অনুযায়ী এক নম্বরে রাঠৌর। দুইয়ে ছিলেন বাঙ্গার আর তিনে ইংল্যান্ডের মার্ক রামপ্রকাশ।

প্রধান কোচ রবি শাস্ত্রীর অন্য দুই সতীর্থ বোলিং কোচ বি অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর অবশ্য থেকে যাচ্ছেন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ ভারতের আর সেই কৃতিত্ব যেমন বোলারদের ঠিক ততটুকুই যাচ্ছে অরুণের কাঁধেও। আর ভারতের ফিল্ডিংটাও বিশ্বের অন্যতম সেরা আর তাই তো জন্টি রোডসের মতো হাই প্রোফাইল ফিল্ডিং কোচ ভারতের ফিল্ডিং কোচ হতে চেয়েও হেরেছেন শ্রীধরের কাছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ক্যারিবীয় পেসে আত্মসমার্পণ কোহলিদের

নতুন কোচ বিক্রম রাঠৌর বিরাট কোহলি ভারতীয় ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর