Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটল মাস্টারের টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্দনা


২২ আগস্ট ২০১৯ ১৬:০৬

বাংলাদেশ সবশেষ টেস্ট ম্যাচ খেলেছে কবে? বোধ করি চটজলদি কেউই উত্তরটি দিতে পারবেন না। থামতে হবে, ভাবতে হবে। কেউ কেউ হয়তো পরিসংখ্যান লগও খুলে বসবেন! যেহেতু ঘটনাটি কয়েক মাস আগের। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে সবশেষ সাদা পোশাকে নেমেছিল লাল সবুজের দল। কাজেই মোটা দাগে বলতে গেলে এই ফরম্যাটে টিম বাংলাদেশকে পিছিয়েই রাখা যায়। যদিও চিত্রটি এদেশের জন্য নতুন নয়।

সাদা পোশাকে বাংলাদেশের মতো অনিয়মিত দলগুলোর জন্য গেল মাসে এক সুখবার্তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসি। ঘোষণা দিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। যার উদ্বোধনী মৌসুম চলবে টানা দুই বছর। ৯টি দেশকে নিয়ে হতে চলা এই চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি দেশকে ছ’টি করে সিরিজ খেলতে হবে লিগ পর্বে। দু’বছরের এই সময়ে প্রত্যেকটি টিমই নিজেদের পছন্দের দলের বিরুদ্ধে ছ’টি দ্বিপাক্ষিক সিরিজ (তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে) খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩০ এপ্রিল।

বিজ্ঞাপন

এতে করে আর যাই হোক টেস্ট খেলুড়ে দেশগুলোকে ম্যাচের জন্য তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হবে না। অনিয়মিতরা টেস্টে এবার নিয়মিত হবে। সামগ্রিক বিষয়টিকে তাই এদেশের টেস্ট ক্রিকেটের প্রভূত উন্নয়নে দারুণ ইতিবাচক দেখছেন টাইগার লিটল মাস্টার মুমিনুল হক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) হোম অব ক্রিকেট মিরপুরে তিনি জানান, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় বাংলাদেশের জন্যই ভালো হয়েছে। কারণ টেস্ট ক্রিকেটটাকে তেমন ফোকাস করা হয় না। সেই দিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যই ভালো হয়েছে।’

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষের দলগুলো ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশনে নেমে গেছে। অ্যাশেজে লড়ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলছে ভারত। বাংলাদেশ তাদের মিশন শুরু করবে নভেম্বরে, ভারত সফর দিয়ে। এর প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানকে পাচ্ছে সাকিব আল হাসান ও তার দল। যার শুরুটা হবে আগামী মাসে ঘরের মাঠে। মূল মিশনের আগে এক ম্যাচ সিরিজের এই টেস্ট শক্তিশালী ভারতের বিরুদ্ধে দারুণ কিছু করার জ্বালানি যোগাবে বলে বিশ্বাস মুমিনুলের, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি হিসেবে একটা টেস্ট পাচ্ছি এটা সবার জন্য ভালো।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটের অন্যরা লম্বা সময় টেস্ট থেকে দূরে থাকলেও মুমিনুল কিন্তু খেলার মধ্যেই ছিলেন। গেল মাসে ভারত সফরে খেলে এসেছেন মিনি রঞ্জি ট্রফি। সেঞ্চুরিও পেয়েছেন। এখন চলছে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলন। দলীয় অনুশীলনের বাইরে মুমিনুল অনুশীলন করছেন ব্যক্তিগত উদ্যোগেও। আসন্ন সিরিজগুলোতে তাই রান উৎসবে বেশ নির্ভার এই টাইগার টেস্ট স্পেশালিস্ট।

মুমিনুল যোগ করেন, ‘টেস্টে মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়, শারীরিকভাবেও ফিট থাকতে হয়। আমার ব্যক্তিগতভাবে সমস্যা হবার কথা না। খেলার মধ্যেই আছি, কয়েক দিন আগেও ভারতে মিনি রঞ্জি ট্রফিতে খেলে এসেছি, খেলার মধ্যে থাকলে বিষয়টি সহজ হয়ে যায়। টেস্ট ক্রিকেটের জন্য বসে থাকলে হয় না, অনুশীলন চালিয়ে যেতে হয়। যে জায়গায় উন্নতি করা দরকার, সে জায়গায় কাজ করা প্রয়োজন। এজন্য আমি বাড়তি অনুশীলন করি।’

মুমিনুলের বাড়তি অনুশীলন মানেই তো টাইগারদের অসাধারণ কিছুর হাতছানি। কেননা সাদা পোশাকে তার ব্যাট হাসলেই যে হাসে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ মুমিনুল হক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর